বেঁচে থাকার মন্ত্রটাই ভুলে গেছে সেলাই দিদিমণিরা

রুবেল মাহমুদ
Published : 9 May 2016, 07:31 PM
Updated : 9 May 2016, 07:31 PM

আসলেই এটা সত্যি কিভাবে একটা সুন্দর জীবন সাজাতে হয় সেটাই ভুলে গেছে আমাদের সেলাই দিদিমণিরা অথচ তাদের হাত থেকেই হাজার থেকে লাখ ডলার কামিয়ে নিচ্ছে মালিক পক্ষ্য। আর আমাদের নিরীহ দিদিমনিরা শুধু নির্যাতিত। সকাল থকে রাত অবধি শুধু লাঞ্ছনা আর বঞ্চনাই এদের সাথী। সকাল বেলাই শুরু হয় বসের ঝাড়ি আর কোন কোন ক্ষেত্রে শারীরিক নির্যাতন সেটা কমন ব্যাপার তাদের কাছে। এত পরিশ্রম করেও তারা ঠিক ভাবে বেতন বোনাস পায়না।

অথচ তাদের হাতের সুনিপুণ কাজে আমাদের দেশে প্রতিনিয়ত আসছে প্রচুর অর্থ। আর সেই আমরাই কিনা তাদের সঠিক মর্যাদাটাই দিতে জানিনা এটা গোটা জাতির জন্য লজ্জার বিষয়। যারা আমাদের দেশের জন্য নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছে তাদের সঠিক মূল্যায়ন যদি আমরা করতে না পাড়ি তা হলে সম অধিকার বলে যে কথাটা আমরা বলি সেই কথাটাই একদিন আমাদের জন্য বড় অভিশাপ হয়ে দাঁড়াবে। আমি সরকার ও ব্যবসায়ীদের কাছে আকুল আবেদন জানাচ্ছি এই সেলাই দিদিমণিদের লাঞ্ছনা বঞ্চনা কমিয়ে সুন্দর একটা জীবন উপহার দেন।