স্যার আপনি বেঁচে থাকবেন আজীবন

রফিকুল ইসলাম সাগর
Published : 23 July 2012, 07:29 AM
Updated : 23 July 2012, 07:29 AM

যা হারিয়েছ তার জন্যে আফসোস করো না। ওটা তোমার জন্যে না। যদি তোমারই হয়ে থাকে, তাহলে তোমার থেকে পালানোর সাধ্য তার নেই………

—-হুমায়ূন আহমেদ

স্যার আপনি চলে গেলেন কিন্তূ আপনার আবিস্কার করা চরিত্র গুলো আজীবন আমাদের মাঝে বেঁচে থাকবে। আপনার লেখা বই আগামীতে যত প্রজন্ম আসবে পৌছে যাবে তাদের হাতে। তারা পড়বে হাসবে,শিখবে,জানবে আর আফসোস করবে। একাকী কাঁদবে কষ্ট পাবে আপনি নেই বলে।

আপনার নির্মিত নাটক-সিনেমা গুলো এবং আপনার আবিস্কার করা চরিত্র গুলো বাংলার ইতিহাসে সেরা নাটক,সেরা চরিত্র। অপেক্ষায় থাকতাম আপনার নতুন বইয়ের নতুন নাটক সিনেমার। আপনার সাথে মারা গেলো সেই অপেক্ষা।

ভাবতেই খুব কষ্ট হচ্ছে হুমায়ুন স্যার চলে গেলেন। সামনাসামনি আর কোনদিন দেখার সুযোগ হবে না,কথা হবে না। হুমায়ুন আহমেদ একজনই ছিল যে আর কোনদিন ফিরে আসবে না। আমরা হারালাম একজন কিংবদন্তি। তার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।