আসুন আজ শোক পালন করি সেই কোমলমতিদের জন্য…

ম, সাহিদ
Published : 12 July 2011, 03:50 AM
Updated : 12 July 2011, 03:50 AM


আজ শুধুই কান্নার দিন,আজ প্রতিটি বাঙ্গালির শোক পালনের দিন।

না জানি কোন মায়েদের বুক আজ খালি হল,না জানি কি কষ্টের বেদনা বিধুর হৃদয় ভাঙ্গা আর্তনাদে মিরসরাই তথা বাংলাদেশের আকাশে-বাতাসে এই কোমলমতিদের লাশের গন্ধে হতবিহ্বল। আমার বিশ্বাস বাংলাদেশের প্রতিটি নাগরিকের মত এই ব্লগের প্রতিটি সদস্যও একই ভাবে শোকাতুর হৃদয় যন্ত্রনায় ব্যাথিত। তাই যে যেখানেই থাকিনা কেনো আজকের এই দিনটিতে তাদের রুহের মাগফেরাত কামনা করে একটি বারের জন্য পরমকরুনায়ের কাছে এই দোওয়া করি যাতে এই শিশুদের মাতা-পিতারা এই শোক বইবার শক্তি প্রদান করেন। আজ কোনো রাজনৈতিক দলের আহ্বানে নয় স্ব-প্রনোদিত ভাবেই আসুন আমরা সবাই কালো ব্যাজ ধারন করে এই শোককে শক্তিতে রুপান্তর করে আগমি প্রজন্মের জন্য একটি নিরাপদ আবসস্থল বিনির্মানে শপথ গ্রহন করি এবং এই এই পোষ্টে মন্তব্য করে নিজেদের কষ্টগুলি ভাগাভাগি করে নেই।

আমারা শত চেষ্টা করেও তাদের ফিরিয়ে আনতে পরবনা ঠিকই তবে তাদের এই অনাকাঙ্খিত চলে যাওয়া ও তো এতো সহজে মানতে পারি না।।