সাকিব জামাল
Published : 22 May 2017, 04:04 PM
Updated : 22 May 2017, 04:04 PM

যারা বনানীতে ধর্ষিতাদের নানা দোষত্রুটি খুঁজে পেয়েছেন – তারা সাভারে ধর্ষিত প্রথম শ্রেণির শিশুর কী কী দোষ ত্রুটি খুঁজে পেলেন? বড়ই জানতে ইচ্ছে করে। আসলে আপনারা যারা কেবলই ধর্ষিতাদের দোষত্রুটি খুঁজে বেড়ান, নানা নসিহত করেন – তারা নিশ্চিত ভুল পথে হাঁটছেন। কোন কোন নারী হয়ত উগ্রতা বা নগ্নতার খেসারত হিসেবে ধর্ষিত হন তবে মনে রাখবেন তাও খারাপ মানসিকতার ছেলেদের দ্বারা।

সুতরাং মূল বিষয় হলো মানসিকতার পরিবর্তন। সব ধরনের নারীর প্রতি শ্রদ্ধাবোধ সৃষ্টি। পারলে এ ব্যাপারে নসিহত করুন। ধর্ষণ প্রসঙ্গে যারা পর্দা প্রসঙ্গ নিয়ে আসেন তাদের সবিনয়ে বলছি – পর্দা পালন ধর্ষণ কমাতে সহায়তা করে এ বিষয়ে আমি একমত । তবে যে নারী পর্দা করবে না, বা অরেক ধর্মের সে তো একজন মুসলিম পুরুষের কাছ থেকে নিরাপদ – ইসলাম তো এমন কথাই বলে নাকি ।

তাই আসুন- ধর্ষণমুক্ত সমাজ গড়তে আমরা ধর্ষকদের নসিহত করি, পুরুষদের নসিহত করি।