অর্থমন্ত্রীর আরও কিছু জানা উচিত

সিরাজুস সালেকিন চৌধুরী
Published : 12 August 2017, 09:49 AM
Updated : 12 August 2017, 09:49 AM

আমি লোকাল বাসের যাত্রী৷ লোকালে অনেক সুবিধা৷ টাকা কম লাগে, ধৈর্য্যশক্তি বাড়ে, গালি শেখা যায় ও নিশ্চিন্তে তার প্রয়োগ ঘটানো যায়৷ এটা সবাই জানে৷

আসল কথা বলি৷ অর্থমন্ত্রীর সামনে বেশ কয়েকবার গেলেও সরাসরি কখনও কথা বলার সাহস হয়নি৷ আমার মতো ছোট মানুষকে তার চেনার কথাও না৷ তবে আমাকে না চিনলেও আমার পকেটের খবর উনি ভালই রাখেন! জানিনা কে তাকে তথ্য দেয়৷ তবে আরও অনেক কিছু তার জানা দরকার।

সাংবাদিকরা মাসে একাধিকবার পাঁচ তারকা মানের রেস্টুরেন্টে খায়৷ যেটা সরকারি চাকুরিজীবীরা পায়না৷ কিন্তু মজার বিষয় সেটা কখনই নিজের টাকায় না৷ নিজের টাকায় খায় সস্তা হোটেলে৷ কখনও টাকা বাঁচাতে আধপেট বা কলারুটি দিয়ে লাঞ্চ সারে৷ এটা এক প্রকার মানসিক দৈন্যতা বা রাবিশনেস বলতেই পারেন উনি৷ তবে সিনিয়ররা বলে থাকেন, রিপোর্টিং করেছেন অথচ গ্যাস্ট্রিক/আলসার হয়নি সে ভাল রিপোর্টার না৷ হতে পারে নিজেকে ভাল রিপোর্টার প্রমাণ করতে গ্যাস্ট্রিক বাধায়৷

অর্থমন্ত্রীকে এটা বলা হয়নি সরকারি চাকুরিজীবীর (পিয়ন) চেয়ে বেশি বেতন নেয়ার পরও আমরা নানাভাবে কৃপণতা করি৷ বেতন প্রচুর পেলেও আমরা পরিবহন খাতে যথেষ্ট ব্যয় করিনা৷ প্রতিদিন আমরা লোকাল বাসে ঝুলে ঢাকা শহরে ঘুরে বেড়াই৷ উনি লোকাল বাসে কখনও উঠেছেন কিনা জানিনা৷ একদিন উঠলে বুঝতেন৷ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে লোকাল বাসে উঠতে হয়৷ সেখানে বসার সুযোগ থাকেনা৷ একজনের শরীরের ঘামে আরেকজন কিভাবে ভেজে৷ একজনের পায়ে ভর কিভাবে অন্যজনকে দাঁড়াতে হয়৷ এইযে আজও একটা কোলের বাচ্চার জুতার মাটি আমার ঘাড়ের ওপর পড়ল৷ পরিস্কার এই টিশার্ট না আজ পরিস্কার না করলে কাল আর পরা যাবেনা৷ এই লোকাল বাস থেকে চর্মরোগ ছড়ায়৷ ছারপোকা আমদানি হয় বাসাবাড়িতে৷ অর্থমন্ত্রী হয়তো এ খবর পাননি৷ পেলে কাপড় ধোয়ার ওপর যথেষ্ট পরিমান ভ্যাট বসিয়ে দিতেন! অর্থমন্ত্রী আরো অনেক কিছু জানেন না৷

ওহ! আরেকটা বিষয়৷ আমরা যে বিপুল পরিমাণ ইনকাম ট্যাক্স দিচ্ছি (!) এনবিআরের উচিত তার একটা আমলনামা অর্থমন্ত্রীর কাছে পাঠানো৷