গোলাম রসুল খান (মুহতাসিম)
Published : 29 Nov 2015, 05:15 PM
Updated : 29 Nov 2015, 05:15 PM

আত্মীয়তার বাইরে বন্ধুত্ব ব্যাপারটা আমার কাছে একটু অন্যরকম। বন্ধুত্বে কোন ধর্ম নেই কোন লিঙ্গ নেই। আমি "একজন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান," এই গ্রীক কথাটি বিশ্বাস করি। বন্ধুর সাথে রক্তের সম্পর্ক না থাকতে পারে, যেটা থাকে এটা আত্মার সম্পর্ক। এর চাইতে সেরা সম্পর্ক কি আর হতে পারে! তাইতো বন্ধুত্ব সবার সাথে হয়না, প্রকৃতিই ঠিক করে দেয় কে কার সাথে বন্ধুত্ব করবে। আমার বন্ধুদের জন্য আমি সম্ভব সব কিছু করতে পারি, কারণ আমি তাদের ভালবাসি। কিছু চমৎকার বন্ধু আছে বলেই জীবনটা সবসময় এত সুন্দর আছে। তবে, স্রোতের বাইরে কিছু বন্ধু আছে। যারা বন্ধুর মত কাছে ভিড়ে। সময় সুযোগ বুঝে প্রতারণা আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে নিজের রূপ উন্মোচন করে। ততক্ষণে ক্ষতি যা হওয়ার হয়ে যায়। কিন্তু আমি ক্ষুদ্ধ নই। কারণ বন্ধু হিসেবে কাউকে বিশ্বাস করে প্রতারিত হওয়া দোষের কিছু না। চেষ্টা করি তাকে জীবন থেকে ছাটাই করে দিতে। দিনশেষে আমি তৃপ্ত থাকি কারণ আমি শেষ পর্যন্ত আমার বন্ধুদের ভালবাসি এবং বিশ্বাস করি। আর আমার বন্ধুগুলো অসাধারণ…..

ফেসবুকে নোট আকারে লেখার পর এখন ব্লগ পোস্ট ।

চলবে।