যুক্তরাষ্ট্র থেকে ‘সন্দ্বীপ’

সানজাদুল ইসলাম সাফা
Published : 30 Dec 2016, 06:50 PM
Updated : 30 Dec 2016, 06:50 PM

গত ১৬ই ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রকাশিত হয়েছে 'সন্দ্বীপ' নামের একটি পত্রিকা । পত্রিকাটি সাতদিন পর পর  নিয়মিত প্রকাশনার প্রস্তুতি চলছে। যুক্তরাষ্ট্র, ঢাকা, সন্দ্বীপ ও যেখানেই সন্দ্বীপবাসী আছে তাঁদের খোঁজ নিতে এবং  তথ্য ও খবরাখবর সংগ্রহে চষে বেড়াচ্ছেন কর্মীরা।

এক্ষেত্রে সরগরম হয়ে উঠেছে পত্রিকাটির ফেসবুক পাতাটি। ফেসবুকে খুঁজে পেতে এখানে ক্লিক করুন। অল্প সময়ে ১০ হাজারের অধিক সন্দ্বীপের মানুষকে যুক্ত করতে সক্ষম হয়েছে। www.weeklysandwip.com ওয়েবসাইটেও পাওয়া যাবে সন্দ্বীপের সব আপডেট।

পত্রিকার প্রকাশকরা মনে করছেন, নিউইয়র্কে অনেক পত্রিকার ভীড়ে আরো একটি পত্রিকা প্রকাশের প্রয়োজন আদৌ আছে কিনা, সেটা নির্ধারণ করবেন পাঠকরা। পত্রিকা পাঠকপ্রিয় করবার দায়িত্ব তাঁদের। আর এটিকে টিকিয়ে রাখার দায়িত্ব এর পাঠক আর শুভানুধ্যায়ীদের।

ইতোমধ্যে বিশেষ সংবাদ সংগ্রহ, প্রতিদিনের অনুষ্ঠানের খবর, এখানকার সন্দ্বীপবাসীর সাফল্য, আনন্দ, আর সুখ-দু:খের গল্প জানতে শুরু করেছে সন্দ্বীপের কর্মীরা।