সিটি নির্বাচনের প্রচারণা ও নির্বাচনের দিন ধর্মের ব্যবহার বন্ধ করুন

সাইদ
Published : 26 April 2015, 09:56 AM
Updated : 26 April 2015, 09:56 AM

পুরুষ প্রার্থী মাথায় টুপি ও নারী প্রার্থী মাথায় হিজাব দিয়ে ভোটের ভিক্ষা চাওয়া হচ্ছে সিটি নির্বাচনে সবচেয়ে প্রতারনামুলক প্রচারণা। নির্বাচন কমিশনকে এ ব্যপারে অবশ্যই কড়াকড়ি আরোপ করা উচিৎ ছিল। মানুষের ধর্মীয় অনুভূতিকে পুজি করে হিজাব মাথায় দিয়ে, মাথায় টুপি পড়ে ভোট চেয়ে বেড়ানো কে পবিত্র ধর্মকে অপমান করা ছাড়া কি বলা যেতে পারে। ক্ষমতার জন্য, রাজনীতির জন্য পবিত্র ধর্মকে ব্যবহার একটি গর্হিত কাজ। শুধু মাত্র পোশাকে না পোস্টারে এবং শ্লোগানেও ধর্মের ব্যবহার অবশ্যই বন্ধ হওয়া দরকার। এব্যপারে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।