গোলাম আজম প্রকৃত দেশপ্রেমিক

এহসানুল করিম
Published : 14 Dec 2012, 07:19 PM
Updated : 14 Dec 2012, 07:19 PM

১.
গোলাম আজম একজন প্রকৃত দেশপ্রেমিক। তার দেশপ্রেম নিয়ে কোন প্রশ্ন তোলার অবকাশ নাই। তার দেশপ্রেম গভীর এবং দেশের প্রতি তার আনুগত্য দ্বিধাহীন। তিনি তার দেশপ্রেম নিয়ে অহংকার করতে পারেন। তিনি দেশের জন্য জীবন বাজি রাখতে পারেন।
.
.
.
.
২.
তবে তার সকল প্রেম ও আনুগত্য হল পাকিস্তানের প্রতি। তার দেশপ্রেম বা ঈমানের অঙ্গ ছিল অবিভিক্ত পাকিস্তান। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পরে তার দেশপ্রেম বা ঈমানের অঙ্গ হল পশ্চিম পাকিস্তান। বাংলাদেশ তার শত্রু রাষ্ট্র এবং বাংলাদেশের প্রতি তার বুকে ঘৃনা ছাড়া অন্যকিছু থাকা সম্ভব নয়।
.
.
৩.
গোলাম আজমের জীবনের সব চাইতে বড় ট্রাজেডী হল তার মত অনুগত মহান পাকিস্তান প্রেমিকের স্থান পাকিস্তানে হয় নাই। আর আমাদের জন্য সব চাইতে বড় ট্রাজেডী হল তাকে এখনও ফাঁসির রশিতে ঝুলানো যায় নাই।
.
.
৪.
তার বিচার কার্য শেষে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুর রায় হলে রায় বাস্তবায়নের পরে তার মৃতদেহ যেন পাকিস্তানে পাঠিয়ে দেয়া হয়। তাতে তার আত্নাও শান্তি পাবে, আর আমরা এবং আমাদের ভবিষ্যত প্রজন্মও শান্তি পাবে।
.
.
=========================================