বাউল সম্রাজ্ঞী কাঙালিনী সুফিয়া

শাহাদাত হোসাইন স্বাধীন
Published : 29 Nov 2016, 04:01 PM
Updated : 29 Nov 2016, 04:01 PM

বাউল সম্রাজ্ঞী কাঙালিনী সুফিয়া। তিনি কাঙালিনী,লোক গানের কাঙালিনী। গত ০৩ অক্টোবর সন্ধ্যা ৭ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শক মাতান কাঙালীনি সুফিয়া। গেয়ে যান"বুড়ি হইলাম তোর কারণে,আমার মাটির গাছে লাউ ধরেছে,মিলন হবে কত দিনে,;আমার মনের মানুষের সনে, সহ সাড়া জাগানো লোকগীতি। বলে যান,ভালো থাকবেন ভালো রাখবেন। বাউল সম্রাজ্ঞী কাঙালিনী সুফিয়া। তিনি কাঙালিনী,লোক গানের কাঙালিনী। গত ০৩ অক্টোবর সন্ধ্যা ৭ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে এক সাংস্কৃতিক দর্শক মাতান কাঙালীনি সুফিয়া। গেয়ে যান"বুড়ি হইলাম তোর কারণে,আমার মাটির গাছে লাউ ধরেছে,মিলন হবে কত দিনে,;আমার মনের মানুষের সনে, সহ সাড়া জাগানো লোকগীতি। বলে যান,ভালো থাকবেন ভালো রাখবেন। গতকাল ০৩ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকগীতির সংগঠন "আনন্দন" জাহাঙ্গীরনগর মুক্তমঞ্চে আয়োজন করে লোকগীতির সন্ধ্যা।