প্রিয় আপোষহীন রাজনৈতিক গোষ্ঠী, আমাদের ক্ষমা করুন

শফিকুল ইসলাম(শফিক)
Published : 30 Jan 2015, 12:50 PM
Updated : 30 Jan 2015, 12:50 PM

প্রিয় আপোষহীন রাজনৈতিক গোষ্ঠী,

আমাদের ক্ষমা করুন। যুগ যুগ ধরে আমরা আপনাদের উপরে ওঠার সিঁড়ি হিসেবে কাজ করছি। আমাদের মুক্তির কথা বলে আজ আপনারা কেউ আপোষহীন নেত্রী, কেউ গনতন্ত্রের মানস কন্যা । আজ আপনারা অনেক কিছুই পেয়েছেন কিন্তু আমরা আমজনতাই রয়ে গেছি। আপনারা ঘরে বসে থাকলে অথবা স্বেচ্ছায় বা জোরপূর্বক অবরুদ্ধ থাকলে দেশী শিং মাছের ঝোল অথবা ঢাকার বিখ্যাত হোটেলের বিরিয়ানি পেতে আপনাদের কোনো বেগ পেতে হয় না কিন্তু মাত্র ২৮ টাকা দরের চাল এবং ২০ মিনিট বাজার ঘুরে সবচেয়ে সস্তায় পাওয়া সবজি কেনার জন্যেও আমাদের সারাদিনের শ্রম বিক্রি করতে হয়।

আপনাদের রাজনীতির খেলায় আমাদের জকি হিসেবে ব্যবহার করছেন । যেখানে জ্বর হলে সামান্য ১ টাকার ২ টি বড়ি কিনতে না পেরে ৩ দিন পর জ্বর এমনিতেই সেরে যায় এই কথা ভেবে কষ্ট সহ্য করে তিন দিন শেষ হওয়ার অপেক্ষায় থাকি সেখানে পেট্রল বোমায় দগ্ধ শরীরের অভিজাত চিকিৎসা কিভাবে করব এই ভেবে ঘর হতে বের হচ্ছি না । কিন্তু পেট তো খায় । আর কত দিন এক বেলা খেয়ে পার করব । আমি আমজনতার একজন । চেয়েছিলাম ছেলেটাকে আমলা বা এই শ্রেণির কেউ একজনের মত করে গড়ে তুলব । সবাই বলবে গোবরে পদ্ম ফুল ফুটেছে । সে ভুল আমার ভেঙ্গেছে । এখন আর গোঁবরে পদ্ম ফোটেনা । গতবার চারুকলার জন্য ভাল ড্রয়িং বক্স কিনে দিতে পারিনি ,নতুন পাঠ্যসূচীতে যুক্ত কম্পিউটার ভাল বুঝে উত্তর দিতে পারেনি বলে ক্লাশে প্রথম স্থান ধরে রাখা তার পক্ষে সম্ভব হয় নি। এবারের অবস্থা আরো শোচনীয় । স্কুল থেকে বলে দিয়েছে স্কুল ড্রেস ছাড়া স্কুলে প্রবেশ করতে দেবে না গতবারের পুরনো আর ছেঁড়া টাও পরা যাবে না । কি আর করা বাড়িতে বসে আমার সামান্য জানা থেকে কিছু শেখানোর চেষ্টা করছি। তাতে কি হয় ? আমার যুগ আর এই যুগ এক না এতদিনে বুঝে ফেলেছি। অনেক কথা বললাম। ইদানিং খুব ভয় পাই। পাড়ার আমার ছেলের বয়সী ছাত্রদল, ছাত্রশিবির বা ছাত্রলীগের সমর্থককে দেখলেও ভয়ে বুক কেঁপে ওঠে । জানি, কোনো দিন হার্ট স্ট্রোক করব না । বংশ পরম্পরায় চাপ নেয়ার অভ্যাস টা ভালোভাবে আয়ত্ব করতে পেরেছি । শুধু পেট্রল বোমার ভয়টা কাটে না । দেশের প্রতি আমাদের কোন চাওয়া নাই। আপনাদের যা ইচ্ছা করেন । আপনারা ভোট দিতে বললে ভোট দেব না বললে দেব না । মিছিলে আপনাদের চরিত্রের জয়গান গাইতে গাইতে মূর্ছা যাব। একটাই প্রার্থনা আমাদের বাঁচতে দিন । আমাদের মারবেন না।

ইতি,
নাম প্রকাশ্যে অনিচ্ছুক জনৈক অসহায় বাংলাদেশি।