৮৫ বছর বয়স্ক বৃদ্ধের আটলন্টিক পাড়ি!!!

মোঃ শফিউল আলম চৌধূরী
Published : 8 April 2011, 06:48 AM
Updated : 8 April 2011, 06:48 AM

একজন ৮৫ বছর বৃদ্ধ নাবিক তার আরও তিনজন বন্ধুকে নিয়ে আটলান্টিক পাড়ি দিলেন! ২,৮০০ মাইল দীর্ঘ এই পথ তারা পাড়ি দেন মাত্র ৬৬ দিনে। অনেকেই তাদের পাগল বললেও তারা মনে করেন যে তারা বৃদ্ধ হলেও যে তাদের জন্য এমন দুঃসাহসিক যাত্রা সম্ভব তা তারা প্রমান করতে পেরেছেন।

তারা পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে তারা এই কাজ করে।

এই বৃদ্ধরা সম্ভবত বয়সেই বৃদ্ধ, মনের দিক থেকে আমাদের থেকেও জোয়ান। আমাদের অনেকেরই সাহস হবে না এমন দুঃসাহসিক কাজ করতে। কিন্তু তারা তাদের জীবনের এই শেষ প্রান্তে এসেও প্রকান করলেন যে, বৃদ্ধরাও কম নন।

আমরাকি পারি না তাদের কাছ থেকে এই ধরণের শিক্ষা গ্রহণ করে নিজেদের সমাজের সমস্যাগুলোর বিপক্ষে রুখে দাঁড়াতে? পারি না আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে। আমি বিশ্বাস করি পারি।