কী এক অদ্ভুত সময়ে বেঁচে আছি, যেখানে অনাকাঙ্ক্ষিত মৃত্যু মুহূর্তের ব্যাপার মাত্র: আমি লজ্জিত বিশ্বজিৎ

পথহারা সৈকত
Published : 10 Dec 2012, 01:25 PM
Updated : 10 Dec 2012, 01:25 PM

আমি লজ্জিত বিশ্বজিৎ, আমায় তুমি ক্ষমা কর। তোমার জন্য আমার কিছুই করার নাই। তোমার শেষ দৃশ্য আমারা সবাই দেখেছি আধুনিক মিডিয়ার কল্যানে। তোমাকে যে ভাবে হত্যা করা হল, এটা একটা সভ্য সমাজে কি ভাবে সম্ভব? বিপুল উৎসব মুখর পরিবেশে একদল জানোয়ার তোমাকে হত্যা করল আর আমাদের ২০ টি টিভি চ্যানেল, ২০ টা পত্রিকা, হাজার হাজার পুলিশ এবং কোটি,কোটি আমজনতা তাকিয়ে তাকিয়ে দেখল। এই সুযোগে আমাদের মিডিয়া তাদের কাটতি বাড়াবে এবং সেই জানোয়ার গুলি তাদের রাজনৈতিক পুরস্কার পাবে এই সাহসি কাজের জন্য। এদের বিচার বা গ্রেপ্তার হবে না। বড়ই আজব আমাদের দেশ…বড়ই আজব।

আমার ভয় হয়, এটা বিশ্বজিৎ না হয়ে যদি আমি হতাম তাহলে কি হত? আমার পরিবারের কি হত? হয়তো বা আমি অফিস যাচ্ছি, হঠাৎ বোমার শব্দ, স্বভাব সুলভ কারনে আমি দৌড় দিব তখন কোন ছাত্রলীগ ভাইয়েরা আমাকে বিরোধী দল ভেবে বিশ্বজিৎ এর মত হত্যা করবে। এটা শুধু আমার ক্ষত্রে নয় যে কারও ক্ষেত্রেই ঘটতে পারে। তাই মাঝে মাঝে মনে হচ্ছে কি এক অদ্ভুত সময়ে বেঁচে আছি, যেখানে অনাকাঙ্ক্ষিত মৃত্যু মুহূর্তের ব্যাপার মাত্র: আমি লজ্জিত বিশ্বজিৎ…………

আচ্ছা বিশ্বজিৎ, তুমিই বল এরা কি মানুষ……? তুমি কি এদের বিচার চাও …? যদি তুমি এদের বিচার চাও তাহলে তোমার ভগবান কে বলিও……