বঙ্গমাতার শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীরা….তোমরা রয়েছ চেতনায়…রয়েছ প্রেরনায়

পথহারা সৈকত
Published : 14 Dec 2012, 04:22 AM
Updated : 14 Dec 2012, 04:22 AM

আজ আমরা শ্রদ্ধাভরে স্বরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের, যাদের চুড়ান্ত স্বাধীনতা প্রাপ্তির ঠিক ২ দিন আগে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। তাদের হত্যার মাধ্যমে জাতির যে ক্ষতি করা হয়েছে তা আমরা আজও পূরন করতে পারিনি। হয়ত বা আমরা পূরণ করতে পারব ও না। তোমাদের কে হত্যার মাধ্যমে আমাদের কে মেধাহীন করার চক্রান্ত কারা হয়েছিল, তারা চেয়েছিল আমাদের কে চিরকাল পঙ্গু করে রাখবে, কিন্তু তাদের সেই আশা কে নিরাশায় পরিনত করে আজ আমরা গর্বিত এক জাতি। তোমাদের রক্ত বৃথা যায়নি। হতে পারে তোমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলে আমরা সেই বাংলাদেশ গড়তে পারিনি কিন্তু আমরা হাল ছাড়ি নাই। এগিয়ে যাচ্ছি আমাদের কাঙ্খিত লক্ষে। আমাদের চলার পথে পাথেয় হয়ে আছে তোমাদের আত্মত্যাগ। তোমরা রয়েছ আমাদের প্রেরণায়…..আমাদের চেতনায়…..আমাদের অন্তরের শ্রদ্ধার সর্বোচ্চ আসনে।

সাবাস বাঙ্গালী…..।
অবাক বিশ্ব, তাকিয়ে রয়।
জ্বলে পুড়ে ছাড়খার হবে,
তবু মাথা নোয়াবার নয়।

ধন্যবাদ
পথহারা সৈকত
গাজিপুর,বাংলাদেশ