সামাজিক যোগাযোগের সেতু চালু হবে কখন?

মাসুদ
Published : 6 Dec 2015, 08:13 PM
Updated : 6 Dec 2015, 08:13 PM

বর্তমান বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিতর ফেসবুক খুব জনপ্রিয়। বিদেশে থেকে দেশের মানুষের খবর সবার আগে পাওয়া যায় ফেসবুকে। ফেসবুকের কারনে বিদেশ থেকে মনে হয় দেশে আছি। কিন্তু ১৮ নভেম্বার থেকে ফেসবুক সহ সকল সামাজিক যোগাযোগের সাইট ও আ্যপ বন্ধ করা হয় বাংলাদেশে। ফেসবুক বন্ধ হবার পর কিছু ফেসবুকপ্রেমি ইউসি ব্রাউজার ব্যবহার করে ফেসবুক চালাচ্ছে বেঅাইনি ভাবে। তবে তাতে তৃপ্তি মেলছে না তাদের। কারন সরকারের বিরুদ্ধে যেয়ে তারা ফেসবুকে মজা পাচ্ছে না। সবার দাবি সামাজিক যোগাযোগ মাধ্যামগুলো চালু করা হউক।