পাইরেসি: আমার অভিজ্ঞতা

মোঃ আব্দুর রাজ্জাক
Published : 28 Feb 2012, 10:52 AM
Updated : 28 Feb 2012, 10:52 AM

২০০৫ সালে সিংগাপুর গিয়েছিলাম ট্রাফিক ব্যবস্থাপনার উপর একটি প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য। অবসরে একজন বড়ভাইয়ের বাসায় অতিথি হলাম। এমআরটি পরিবহনে তার বাসায় গেলাম। কিন্তু, গল্প-গুজব করতে করতে বেশ রাত হল। হোটেলে ফেরার পথে তাই এম আরটি পাওয়া গেল না। কী আর করা! একটি টেক্সি নিয়ে ফিরতে হল।

শুনশান রাস্তায় টেক্সি চলতে চলতে ক্যাসেট প্লেয়ারে স্থানী ভাষায় একটি গান শুনছিলাম। গানের কথা গুলো আমার পক্ষে বোঝা সম্ভব ছিল না। কিন্তু, সুরটি ছিল মধুর। ট্যাক্সিচালক আমার অনুরোধে গানের কথাগুলো ইংরেজিতে আমাকে বুঝিয়ে দিল। আমি সিডিটি কেনার ইচ্ছা পোষণ করলাম। তাই দাম জিজ্ঞাসা করলাম। ট্যাক্সিচালক বললেন, এর দাম ত্রিশ সিং ডলার।

সেই সময় এক সিংগাপুরি ডলার ছিল প্রায় ৩২ টাকার সমান। সেই অনুসারে সিডির দাম হবে ৯৬০ টাকা। দাম শুনে আমার আক্কেল গুড়ুম। শখের বসে এত টাকা দিয়ে একটা সিডি কিনব? আমি বললাম, তোমাদের দেশে একটা গানের সিডির এত দাম? আমাদের দেশে এই সিডি এক ডলারেরও কম মূল্যে পাওয়া সম্ভব। ট্যাক্সিচালক, যেন নতুন করে আর একবার আমার দিকে তাকাল। মুখে একটি তাচ্ছিল্যের ভাব নিয়ে বলল, তোমার দেশে তা হলে পাইরেসি হয়!