ডিংকাদের সাথে বসবাস-২

মোঃ আব্দুর রাজ্জাক
Published : 23 May 2012, 06:00 AM
Updated : 23 May 2012, 06:00 AM

ডিংকাদের সাধারণ পরিচিতি- বিস্ময়কর উচ্চতা

দক্ষিণ সুদানের জাতীগোষ্ঠীগুলোর মধ্যে ডিংকারা সংখ্যা গরিষ্ঠ। ২০০৭ সালের হিসেব মতে এদের মোট সংখ্যা ৩০ থেকে ৪০ লাখের মতো হলেও দক্ষিণ সুদানের মোট জন সংখ্যার প্রায় ৩৪% হল ডিংকা। সরকারি রেকর্ড-পত্রে ডিংকা বলা হলেও ডিংকারা নিজেদের মইনজাং (Moinjaang) বলে পরিচয় দেয়। দক্ষিণ সুদানের নাইল বেসিন তথা বাহারুল গজল, আপার নাইল ও ইকুইটোরিয়া রাজ্যেই মূলত ডিংকাদের বসবাস। তবে তাদের একটি শাখা লুয়োরা(Luo) মধ্য উগান্ডা, পশ্চিম কেনিয়া ও জায়ারের সুদান সংলগ্ন এলাকায় বসবাস করে। ডিংকারা হল খাস আফ্রিকান। তাদের গায়ের রং কুচ কুচে কালো, ঠোঁট পুরো, মাথার চুল খাট খাট ও কোঁকড়ানো। ডিংকাগণ তাদের শারীরিক উচ্চতার জন্য বিশ্বখ্যাত। তাদের সাধারণ গড় উচ্চ ৫ ফুট ১১ ইঞ্চি। আফ্রিকার রুয়ান্ডার টুটসিগণ ছাড়া শারীরিক উচ্চতায় ডিংকাদের ধারের কাছেও কেউ নাই। জুর নদীর পূর্ব তীরে কমিউনিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আমার সাথে দেখা হয় এক সাউথ সুদান পুলিশের বড় কর্তার । তিনি সম্প্রতি অন্য একটি রাজ্য থেকে বদলী হয়ে এখানে এসেছে। তাকে দেখে আমার মনে হচ্ছিল সাক্ষাৎ ভীম। তার বিশাল বপু দেখে আমি এত বেশি বিস্ময়াভিভূত হয়েছিলাম যে, তার সাথে একটি ছবি তুলতে ভুল করি নাই।

এছাড়াও ওয়াউ শহরের বিভিন্ন স্কুল পরিদর্শনকালে ১০/১২ বছরের বালকদের শারীরিক উচ্চতা দেখেও অবাক হয়েছিলাম। স্থানীয় একটি মিশনারী স্কুলের নবম-দশম শ্রেণির ছাত্রদের মনে হত এরা সবাই যুবক। কিন্তু কাছে গেলেই বোঝা যেত এরা সবাই বালক।