এবার ঘরে দু’টো তালা

শরফ উদ্দিন আহমদ
Published : 10 August 2012, 02:21 PM
Updated : 10 August 2012, 02:21 PM

নাড়ির টানে সবাই ঈদ করতে বাড়ি যাবে, এটাই তো স্বাভাবিক। প্রতিবারই ঈদে লাখো মানুষ শহর ছেড়ে বাড়ি যায়। এবারো যাবে। আর শহরে রেখে যাবে তাঁদের থাকার ঘর, বাসা, মেস তথা সংসারের সবকিছুই। প্রতিবার সেরকম করেই সবাই যায়। সংসার ছোট হোক আর বড় হোক, কোটি-পতির সংসার হোক আর শ-পতির সংসার হোক, সেটা সংসার। নিজ হাতে গড়া সংসারের জিনিষপত্রের প্রতি সবারই মায়া থাকে, দরদ থাকে। কেউ চায় না, তাঁদের সংসারের জিনিষপত্র, টাকা-পয়সা খোয়া যাক কিংবা চুরি হয়ে যাক। তাই সবাই প্রতিবারই, সবসময়ই তাঁদের ঘরের নিরাপত্তা নিশ্চিত করে তবেই বাড়ি যায় এবং যাবে। তারপরও কারো কারো ঘর, বাসা, মেস এর জিনিষপত্র খোয়া যায়, চুরি হয়। এটা সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির কারণেই হয়ে থাকে। দেশের কোথাও অভাব-অনটন, দু:খ-দৃর্দশা, দুষ্টু লোকের উপদ্রব ইত্যাদি না থাকলে এরকমটি হত না। আর রাতারাতি আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়ে যাবে না। তবে আন্তরিকভাবে চেষ্টা করলে সহনীয় পর্যায়ে রাখা যায়।

স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন, ঈদে বাড়ি গেলে ঘরে তালা লাগিয়ে যাবেন, দৈনিক প্রথম আলো, তারিখ: ০৯ আগস্ট ২০১২। তাহলে কি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগে ভালো ছিল, এখন খারাপ? আর মানুষ কি কখনো কোন সময়ে দরজা খোলা রেখে বাড়ি যেত বা যায়? অবশ্যই না। ঈদে যারা বাড়ি যায় বা যাবে তাঁরা প্রত্যেকেই ঘরে তালা দিয়ে, নিরাপত্তা নিশ্চিত করে তবেই বাড়ি যায় সবসময়। তাহলে এখন নতুন করে ঘরে তালা দিয়ে যাবার প্রশ্ন আসছে কেন? সৌরভ এ নিয়ে বেশ দুশ্চিন্তায় আছে। বাড়ি গেলে নিজের অতিকষ্টে উপার্জিত অর্থে গড়া জিনিষপত্র কি তাঁর চুরি হয়ে যাবে? আর সে কি তাহলে নিশ্চিন্তে বাড়ি যেতে পারবে না? নাহ্। এবার ঈদে সে বাড়িতে যাবেই। প্রয়োজনে দরজায় এবার সে দু'টো তালা লাগিয়ে যাবে, বাড়তি নিরাপত্তা ব্যবস্থা হিসেবে। তাই মা'র জন্যে যখন শাড়ি কিনতে যাবে তখনই সে আরেকটি তালা কিনে আনবে বলে ঠিক করল। সৌরভ এবার ঠিক করে রেখেছে মা'র জন্যে একটা রঙিন শাড়ি কিনবে। সে ভেবে রেখেছে, ছুটির দিনে মা'র জন্যে রঙিন শাড়ি কিনতে মার্কেটে যাবে। এখন কোন ছিনতাইকারীর হাতে ধরা না পড়লেই হলো। প্রতিদিনই তো ছিনতাইয়ের খবর শুনা যাচ্ছে। এদিকে সে এখন পর্যন্ত বাড়ি যাবার জন্যে বাসের টিকেট সংগ্রহ করতে পারে নাই। তবে চেষ্টা তার অব্যাহত আছে। দেখা যাক, ম্যানেজ করা যায় কিনা? ট্রেনের টিকেট তো সে আগের দিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অনেক চেষ্টা করেও সংগ্রহ করতে পারে নাই।