শেয়ার বাজারের বর্তমান অবস্হা….

সৌমেন
Published : 20 June 2011, 11:22 AM
Updated : 20 June 2011, 11:22 AM

বর্তমান শেয়ার বাজার কি অবস্থা তা বোঝা বড় কঠিন । আমাদের ডেকে নিয়ে বাঁশ দেওয়ার মতো, যখন শেয়ারের দাম বেশি ছিল তখন সবাইকে বলেছে "আপনারা আসুন এখানে বিনিয়োগ করুন দেশের সম্ভবনাময় খাত" তখন এ দেশের অনেক মানুষ না বুঝে শেয়ারে বিনিয়োগ করেন এবং তখন, শেয়ার মার্কেটের যারা নিয়ন্ত্রক(বড় বিনিয়োগকারী ) তারা ক্ষুদ্র বিনিয়োগ কারীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় শেয়ার কারসাজির মাধ্যমে। এখন যখন শেয়ার বাজার নিম্নমুখী তারা বসে আছে ঘাপটি মেরে, এমন কি সরকার অর্থমন্ত্রণালয় কমিটি, এসইসি,এরা শূধু তদন্ত করে কাজ শেষ মনে করে হাত গুটিয়ে বসে আছে । কিন্তু যারা টাকা/পুঁজি হারিয়ে নুয্য হয়ে বসে আছে তারা কী করবে? বর্তমানে শেয়ার বাজারের সাথে ৩৩ লক্ষ বিনিয়োগ কারি আছে,এদের সাথে আছে পরিবার সব কিছু মিলিয়ে চিন্তা করলে প্রায় ১ কোটির বেশি মানুষ এর সাথে জড়িত.আওয়ামী সরকার ক্ষমতায় আসলে শেয়ার বাজারের পতন হবে এমন চিত্র আমরা কি প্রতি বার দেখবো? এখন আমরা যারা বিনিয়োগ কারী তারা কি করবো এটাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে?এখন দেখাযায় আন্দলন করলে শেয়ারের দাম বৃদ্ধিপায়,কিন্তু এক দিনে যা মূল্য কমে তা দশ দিনেও বাড়েনা, এখন প্রশ্ন হয়ে দারিয়েছে আসলে বাজার কি নিয়ন্তক সংস্হার নিয়ন্তনে আছে নাকি দেশের কপিতয় পুজিপতিদের হাতে?তাই য়দিনা হবে তাহলে একই দিনে কি ভাবে মূল্য সূচক কমে আবার ২০০-৩০০ সূচক একলাফে বেড়ে যায়? আমার তো মনে হয় নিয়ন্তক সংস্হার কাছে আলাউদ্দিনের চেরাক আছে, নাহলে কিকরে সম্ভব ২০০-৩০০ সূচক বাড়ানো , না কি লোক দেখানো দর বৃদ্ধি?????