মাওয়া ঘাটের আত্মকথা

শুভ সালাতিন
Published : 17 July 2011, 08:28 AM
Updated : 17 July 2011, 08:28 AM

আমি মাওয়া ঘাট । প্রতিদিন শত শত মানুষকে পার করে দেই আমি । যে যার গন্তব্যে যায় । শুধু আমি একাকী পড়ে রই এই পদ্মার পাড়ে । কত শত হাসি-কান্না,মিলন-বিরহ-এর সাক্ষী আমি । আমি দেখিছি মানুষের জীবন চলা । মানুষের কষ্ট আমাকে বিষণ্ন করেছে বারবার । মানুষের আনন্দ আমাকে করেছে আনন্দিত । আমার বুকে ঠাই দিয়েছি ধনী-গরিব । হকারের ডাকাডাকি, ভেঁপু,মানুষের কলকাকলি আমাকে উদ্বেলিত করে সবসময় ।

পদ্মা সেতু নির্মাণ হবে প্রমত্তা পদ্মা নদীর উপর দিয়ে -এটা নতুন কোন খবর নয় । আমি এখন যে ব্যস্ত ফেরী ঘাট ,কালের আবর্তনে মুছে যাবে তা একদিন । আমার বুকে থেমে যাবে মানুষের পদ-চালনা । আমি নিঃস্ব । আমি বুঝতে পারছি আমার সময় ঘনিয়ে আসছে। আমার মাথার উপর দিয়ে উড়ে যাবে পদ্মা সেতু। প্রতিদিন কতশত মানুষ পার হবে । আমাকে ভুলে যাবে সবাই ।

শহর থেকে কত ফটোগ্রাফার আসে আমার ছবি তুলতে । আমার খুব ভাল লাগে । তরুন প্রাণের উচ্ছাস,আবেগ আমাকে প্রসন্ন করে ।

ব্যস্ত মাওয়া ঘাট

এই চানাচুররর..।

ব্যস্ত সারেং

স্পিডবোট-এর ঘাট ।