ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে বাধা কোথায়?

শেখ মিজানুর রহমান
Published : 23 Sept 2015, 04:05 AM
Updated : 23 Sept 2015, 04:05 AM

ব্লগার বন্ধুরা সংক্ষেপে আপনাদের মূল্যবাদ মতামত দিলে হয়তো অনেকেই উপকৃত হবে। সংক্ষেপে ঈঙ্গিত সুচুক কিছু প্রশ্নের অবতারণা করছি:

বিভাগ থেকে উপজেলা পর্যন্ত নিয়োগকৃত প্রধান প্রধান কর্তাব্যাক্তিদের প্রায় অধিকাংশই আইসিটি বা কম্পিউটারের খুটিনাটি বা সামান্যধারণা রাখলেও ডিজিটাল বাংলাদেশের স্বপ্নপুরনে তারা ভূমিকা রাখতে বেশ অক্ষম।

উদাহরণ স্বরপ বলতে পারি: আমার বেশ কজন ক্লাস মেডস বিভিন্ন থানার ওসি, বন্ধুদের মধ্যে কয়েকডজন এসআই, বেশকজন এসি, তাদের বর্তমান প্রযুক্তির সাথে তেমন যোগাযোগ নাই বল্লেই চলে, তারা সবসময় অন্যের সাহায্যে নিজের কাজগুলি করে থাকেন।

সর্বশেষ গতকাল অনলাইনে জিডি করতে চেয়ে পুলিশের ওয়েব সাইটে ঢুকে যা পেলা তার একটি স্ক্রিনশট পোষ্ট করলাম, আপনাদের বিবেচনায় সরকারকে ডিজিটাইজ হতে কি কি করোনিয় তা হয়তো আপনারাই ভালো বলতে পারবেন।