‘ডিজিটাল লাইব্রেরি’ গড়ে তোলা হউক

আবার আসিব ফিরে
Published : 9 Sept 2016, 04:07 PM
Updated : 9 Sept 2016, 04:07 PM

ডিজিটাল লাইব্রেরি। দুটি শব্দ মাত্র অথচ অনেক অর্থ বহণ করে। দেশের অনেক কাজ-কর্মেই ডিজিটালাইজেশনের ছোয়া পরলেও, পুরোপুরি ছোয়া পড়েনি বই পড়ায়। বিনামূল্যে বই পাঠে জনগনকে আগ্রহী করে তুলতে 'ডিজিটাল লাইব্রেরি' গড়ে তোলাটা জরুরি। বিশ্বসাহিত্য কেন্দ্র বেসরকারিভাবে ভ্রাম্যমানভাবে বই পাড়া কার্যক্রম চালালেও সরকারিভাবে নেই এরকম কোন উদ্যোগ। বই মানুষের মনশ্চক্ষুখুলে দেয়, জ্ঞানও বুদ্ধিকে প্রসারিত ও বিকশিত করে এবং জ্ঞানে আলো জ্বেলে দেয়। মনুষ্যত্ব অর্জনেরও বড় পথ বই পাঠ। বই পাঠ মানুষের একটি অপরিহার্য উপাদান। মূলত মানসিক উৎকর্ষ সাধনে বই পাঠের কোনো বিকল্প নেই। সরকারিভাবে ওয়েবসাইট ভিত্তিক 'ডিজিটাল লাইব্রেরি' গড়ে তোলা হলে বাড়বে বই পাঠকের সংখ্যা এবং বদলাতে পারে মানুষের চিন্তাধারও। এই ডিজিটাল লাইব্রেরি করার উদ্যোগ গ্রহণ করতে যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

লেখক : এস এম হৃদয় রহমান, গণমাধ্যমকর্মী।