হ্যাকার মহাশয়দের পুনর্বাসন করা হোক

সবাক
Published : 31 Dec 2010, 11:41 AM
Updated : 31 Dec 2010, 11:41 AM

সরকারি সব ওয়েবসাইটের অবস্থা আর সরকারের চেহারা একই। চেয়াল ভাঙা এমনকি মেরুদন্ডহীন সিস্টেম, যার কোন নিরাপত্তাই নেই। আমার এক টেকি বন্ধু বলেছে, হ্যাকিং এর প্রাথমিক ধারনা থেকেই নাকি সরকারি সাইটগুলো হ্যাক করা সম্ভব! অথচ ছোটখাট একটা সাইট বানানোর জন্য সরকার খরচ করছে লাখ লাখ টাকা। কি হাস্যকর সব আয়োজন। বাংলাদেশে বেশ কয়েকটি হ্যাকারগ্রুপ দেখা যাচ্ছে। এটা খুব ভালো খবর যে টেকি তরুনরা ভার্চুয়াল সিকিউরিটি নিয়ে ভাবছে।

বাংলাদেশ সরকারের উচিত এসব হ্যাকারকে খুঁজে বের করে সরকারি সব সিস্টেমের সিকিউরিটি উন্নয়নে কাজে লাগানো। এ কাজে সরকার কিভাবে অন্যান্য নিরাপত্তার দিক চিন্তা করবে, সেটা সরকারের ব্যাপার। কিন্তু এতো মেধাবী তরুনরা বসে বসে লুকিয়ে পালিয়ে চুরি চামারি করবে, তা কেমন দেখায়!