বাংলাদেশে গনতন্ত্রের চেয়ে একনায়কতন্ত্র ব্যবস্থা চালু করলে দেশ তাড়াতাড়ি উন্নত হবে

সোহেল চৌধুরী
Published : 18 Nov 2016, 10:13 AM
Updated : 18 Nov 2016, 10:13 AM

গণতন্ত্র মানেই হলো গণ মানুষের স্বাধীনতা আর একনায়তন্ত্র মানে হলো একক স্বাধীনতা। বর্তমানে বিশ্বের রাজনীতি ব্যাখ্যা করলে দেখা যায় ১০০ বছর আগে গণতন্ত্র অনেক ভালো ছিল। তখনকার রাজনীত ছিল মানুষের কল্যাণ মুখী। কিন্তু বর্তমান রাজনীতির চিত্র দেখা যায় সম্পূর্ণ উল্টো। বর্তমান রাজনীতিতে দূর্নীতিতে ভরপুর। এখন আসি বাংলাদেশের রাজনীতির কথায়। বাংলাদেশে বর্তমানে টিভি চ্যানেলে যারাই রাজনীতি কথা বলে তারা সবাই ভাড়া করা লোক ওদের কথা বিশ্বাস করা আর নিজেকে বিশ্বাস না করা সমান। তবে কিছু লোক আছে তারা সত্যের রাজনীতির কথা বলে। এখন বলা যাক আসল কথা, বিশ্বের অনেক দেশ আছে যে দেশগুলো একনায়কতন্ত্র ভাবে চলছে। তাদের অর্থনৈতিক ভাবে যে খারাপ অবস্থা তা না। আমাদের দেশের চেয়ে জনসংখ্যা অনেক বেশি। ঐ সব দেশে তো কোন দুর্নীতি নেই, নেই কোন স্বজনপ্রীতি, নেই হিংসা, যে যার মতো কাজ করে যাচ্ছে। মানুষের মাঝে নেই কোন হানাহানি। আর আমাদের দেশ স্বাধীন লাভ করেও কোন কিছু পেলাম না। আজ আমার বয়স ২৯ বছর । পড়াশুনা শেষ করতে লাগল ২৭ বছর কিন্তু কোন চাকরি পেলাম না।

বর্তমানে চাকরি পাওয়া যে ১৯৭১ সালের দেশ স্বাধীন করার চেয়ে কঠিন হয়ে গেছে। আমার মতো হাজার হাজার ছাত্র ছাত্রী মার্স্টাস পাস করে বেকার অবস্থায় ঘুরছে, না হয় ১০ হাজার টাকার বেতনে চাকরি করছে না কি গাধার মতো পরিশ্রম করছে তবু তার সংসার টিকিয়ে রাখতে পারছে না। এ যেন জীবন মরনের সাথে লড়াই করে চলছে। আজ যদি আমাদের দেশ একনায়কতন্ত্র ভাবে চলত তাহলে পড়া শুনা শেষ করে ও আজ চাকরি জন্য ১৯৭১ সালের মতো যুদ্ধ করতে হতো না। আমার দায় ভার সরকার বহন করতো। আমাকে আর চিন্তা করতে হতো না। আজ চাকরি না পেয়ে বিদেশে পা বাড়িয়েছি। আজ একনায়কতনতন্ত্র থাকলে আমার মতো যুবকদের বিদেশে আসতে হতো না। দেশে পড়াশুনা শেষ করে দেশে কাজ করার সুযোগ পেতাম। দেশের মানুষের মাঝে থাকত না কোন ধনী গরীবের পার্থক্য। এখন ও একনায়কতন্ত্র ব্যবস্থা করলে দেশ অনেক ভাল হতো। তাই বলি গণতন্ত্রের চেয়ে একনায়কতন্ত্র অনেক ভালো।