আমাদের স্বাধীন মিডিয়ার স্বাধীনতা এমনই!

রেজওয়ান আব্দুল্লাহ
Published : 5 April 2016, 00:12 AM
Updated : 5 April 2016, 00:12 AM

চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা বিদ্যুৎকেন্দ্রের প্রতিবাদে ১৪৪ ধারা ভঙ্গ করে আয়োজিত এলাকাবাসীর সমাবেশে গুলি চালিয়েছে পুলিশ। কিন্তু খবরটি প্রকাশে মিডিয়ার অনেকটা লুকোচুড়ি দেখা যাচ্ছে। ফেসবুকে খবরটি সন্ধ্যা ৬টার আগে বা কিছু পড়ে থেকে জানা যাচ্ছিল ৫/৬ জন নিহত হয়েছে। সেখানে এই ব্লগ যখন লিছিলাম (৪ এপ্রিল, ২০১৬- ১০.১০মি.) সেই সময়ের খবর অনুযায়ী-

১) প্রথম আলোতে এ বিষয়ে কোন নিউজ চোখে পড়েনি। তবে ১০.৪৫ মিনিটে বলেছে ৪ জন নিহত।
২) বিডিনিউজ ২৪ লিখেছে ১জন মারা গেছে।
৩) যুগান্তর লিখেছে এতে অন্তত তিনজন নিহত হয়েছেন।
৪) ইত্তেফাক লিখেছে গণ্ডামারায় কয়লা প্রকল্পবিরোধী সমাবেশে 'পুলিশের গুলিতে' তিনজন নিহত হয়েছেন।
৫) কালের কন্ঠ লিখেছে ৩ জন নিহত।
৬) আমাদের সময় লিখেছে ৫ জন নিহত।
৭) সমকাল লিখেছে ৩ জন নিহত।
৮) জনকন্ঠ লিখেছে এলাকাবাসীর দাবী নিহত ৫ জন।
৯) মানবজমিন লিখেছে ৩ জন নিহত।
১০) ফেসবুক বলছে ৭ জন।

প্রশ্ন হলো মিডিয়ার মধ্যে এত অসংলগ্নতা কেন? প্রথম আলোর মত পত্রিকা যার এখনো খবরই পায়নি দেশে কি হচ্ছে তারা আবর বিজ্ঞাপন দেয় প্রতিদিন এত লাখ মানুষ তাদের পত্রিকা পড়ে! সংবাদমাধ্যমগুলো কতখানি স্বাধীন এই চিত্র দেখে সহজেই বোঝা যায়।

সবচাইতে বড় প্রশ্ন শাহবাগ কি এর প্রতিবাদ করবে ? নাকি সুবিধা-অসুবিধা বুঝে সিদ্ধান্ত নিবে!