সিচুয়ানের হাজার বছর পুরোনো বাঁধে,পানি উৎসব

সুদীপ্ত সজল খাঁ
Published : 8 April 2015, 05:34 AM
Updated : 8 April 2015, 05:34 AM

চীনের সিচুয়ান প্রদেশের পাহাড় আর নদীর সমারোহে যে এলাকা বেশ বিখ্যাত তার নাম তুচিয়াংইয়েন। ২০০০ বছরের পুরোনো সেচ প্রকল্প আর পানির বাঁধের কিছু অংশ এখনও ব্যবহার হয় , সাংস্কৃতিক কাজে । মূলত বছরের এই সময় , শীত পার হয়ে গ্রীষ্মে পদার্পন এর আগে আগে , সেখানে অনুষ্ঠিত হয় পানি উৎসব যা আন্তর্জাতিক ভাবে বিখ্যাত । এবার যাবার সুযোগ ঘটেছিল সেই পানি উৎসবে । ছবিতে , পাহাড়ের চূড়ায় মেঘের খেলা, নিচে পাহাড়ের গা বেয়ে বাঁধ ভেঙে পানির জোয়ার আসছে বছরে প্রথমবার, উৎসব শুরু হল বর্ণিল কসরতের মধ্য দিয়ে ।