২৭০ মিলিয়ন বছরের সাক্ষী ‘গিংকো বিলোবা’

সুদীপ্ত সজল খাঁ
Published : 24 Nov 2016, 06:45 PM
Updated : 24 Nov 2016, 06:45 PM

চীনের বিভিন্ন স্থানে শীতকালে এক ধরনের হলুদ পাতার প্রতি ছবিপ্রেমীদের আকর্ষণ অনুভব করা যায়। ধারণা করা হয়, এই ধরনের পাতা যে বৃক্ষ থেকে ঝরে পড়ছে তার শেষ বংশধররা এই চীনেই টিকে আছে। তাদের এই বংশের বয়স ২৭০ মিলিয়ন বছর। সেই সময়ে যেসব বৃক্ষ বা লতাগুল্মের জন্ম হয়েছিল, প্রকৃতির বিবর্তনে আজ তারা কেউ বেঁচে নেই। সবাই ফসিলস। শুধ‍ু 'গিংকো বিলোবা' (Ginkgo Biloba) ছাড়া।


কখনও হলুদ সুন্দরী, কখনও ঔষধি, কখনও খাদ্য হিসাবে ব্যবহৃত হয় আসা গিংকোর প্রকাণ্ড গাছগুলোর সামনে গিয়ে যখন দাঁড়াই, কিছুটা সবুজ আর কিছুটা হলদেটে ভাব নিয়ে বেঁচে থাকা পাতাগুলো বাতাসে নড়ে উঠে জানান দিয়ে যায়, আজও বে‍ঁচে আছি।