ওরা ১১ জন অতঃপর পলায়ন

সুকান্ত কুমার সাহা
Published : 9 Oct 2014, 05:09 AM
Updated : 9 Oct 2014, 05:09 AM

ছুটি শেষে ব্লগে ঢুঁকে দেখি নতুন ব্লগার আর তাদের পোষ্টের ছড়াছড়ি। ভাবলাম নতুনের আগমনে ব্লগটাতে পোষ্ট, রিডিং আর কমেন্টের যে খরা চলছে তা দূর হবে, আরও জমে যাবে পূর্বের ন্যায়! সেই ভাবনা থেকেই নতুন ব্লগারের পোষ্টে কমেন্ট করতে করতেই খেয়াল করলাম; সবারই এই ব্লগে এন্ট্রি বয়স চার বছর মানে আমার চেয়ে তারা সবাই সিনিয়র কিন্তু সবারই এটা ছিল প্রথম পোষ্ট। এটা জানার পর থেকেই আমার কমেন্টের ভাষা পাল্টাতে থাকলো। পরবর্তীতে ব্লগার জুলফিকার জুবায়ের ভাইয়ের কমেন্টে আমার চোখ খুলে গেল! জানলাম ওরা ছিল ১১ জন।

আবার আমাদের আশায় গুড়েবালি দিয়ে আমাদের করা কমেন্টের কোন উত্তর না দিয়েই ওরা যেমন এসেছিল তেমনি ভেগে গেছে মানে ভয় পাইছে, পালাইছে!

তাই ওদের উদ্দেশ্যে বলতে ইচ্ছে করছে, বাচ্চুরা এসেছিলেই যখন তখন ভয় পেলে কেন? আরও চার বছর পর দ্বিতীয় পোষ্ট দিয়ো আর আমাদের বাচ্চাদের সাথে ব্লগিং কইরো! ক্যামন?

ভীতুর দল আইছে ব্লগিং করতে? যাও বাচ্চুরা বাড়ী গিয়ে মুড়ি খাও !!!

০৯/১০/২০১৪