হিউম্যান রাইটস ওয়ালাদের সেই একজন!

সুকান্ত কুমার সাহা
Published : 5 Jan 2015, 03:23 PM
Updated : 5 Jan 2015, 03:23 PM

কিছুদিন আগে একটা লেখায় লিখেছিলাম, হিউম্যান রাইটসওয়ালারা গেল কই? সেখানে আমি লিখেছিলাম পৃথিবী-দেশে এত এত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে কিন্তু দেশে তাদের একজনেরও কোন সাড়াশব্দ নাই!

আজ প্রথম আলোতে আমার সেই কাঙ্ক্ষিত হিউম্যান রাইটস ওয়ালাদের একজনের সাক্ষাতকার প্রকাশ হয়েছে অর্থাৎ তার উদয় হয়েছে।

সাক্ষাৎকারটা পড়ে যা মনে হলো-

প্রশ্ন ও উত্তর দুটোই প্রথম আলোর তৈরি করা; এখানে জনাব আদিলুর রহমান একটা উপলক্ষ মাত্র। যেভাবে আদিলুর সাহেব '৬১ সংখ্যাটা' তাদের ৫ই মে'র রিপোর্টে বসিয়েছিল; যা ছিল মিথ্যা, ভুলে ভরা ও উদ্দেশ্যমূলক। কিছু কিছু সত্য এখনো বের হচ্ছে। পাওয়া যাচ্ছে সেই মৃতদের যারা মৃত হিসেবে 'অধিকার' -এর তালিকা ভুক্ত ছিল।

যুগ যুগ ধরে এদের রূপ একই- সুযোগ সন্ধানী !!!

০৫/০১/২০১৪