আমি আসলেই একটা ঢেঁকী

সুকান্ত কুমার সাহা
Published : 3 March 2015, 08:39 AM
Updated : 3 March 2015, 08:39 AM

আজ দুপুরে সূতারকান্দির ল্যান্ডপোর্টের কাস্টমস অফিসের তৃতীয় তলায়; সিএনএফদের জন্য বরাদ্দকৃত জায়গায় মোহনদা'র টেবিলে বসে কাজ করার এক ফাঁকে ব্লগিং শুরু করলাম। কথায় আছে না, ঢেঁকি স্বর্গে গেলেও ধান বান্ধে?" আমাদের হয়েছে ঠিক তার উল্টো অবস্থা- নরকের যাওয়ার সহজ রাস্তা জেনেও আমরা ইহা ছাড়তে পাড়ছি না! সাথে বেনামি অক্কা তো ফ্রি হিসেবে আছেই!

যাউকগা! অনেক কষ্টে গ্রামীণফোনের মডেম থেকে নেট কানেকশন পেলাম। গত শনিবার আগরতলায় অনেক রূপী খরচ করে আইডিয়ার ডঙ্গলসহ নেট কানেকশনটা কিনেছিলাম কিন্তু আজ এখানে নেটওয়ার্ক পেলাম না; 3G কাজ করলো না। সবচেয়ে বড় সমস্যায় পড়লাম- এটা ইন্সটল করার সময় জিপিনেটের শর্টকাটটা ডেস্কটপ থেকে আনইন্সটল করতে হয়েছিল। কিন্তু আমি আবার এই বিষয়ে মহাঢেঁকি। আরও একটা কথা আছে না, "ঠ্যালায় পড়লে বাঘেও ধান খায়?" আমিও গুঁতাতে গুঁতাতে কেমন করে যেন ঠিক আবার কানেকশনটা পেয়ে গেলাম আর পড়তে শুরু করলাম আমাদের প্রিয় মোনেম ভাইয়ের লেখা ব্লগ। –

— সেও দেখছি নরকের লাইন ছাড়তে চাচ্ছে না!

০২/০৩/২০১৫ রাতঃ ৯.০৯
করিমগঞ্জ, আসাম।

### যথারীতি মোনেম ভাইয়ের নাম মোমেন লিখেছিলাম! আমার কি দোষ?