সুকান্ত কুমার সাহা
Published : 1 April 2015, 07:14 PM
Updated : 1 April 2015, 07:14 PM

পুরনো ঢাকার ঐতিহ্য বাকড়খানি এখন ঢাকার প্রায় সব জায়গায় পাওয়া যাচ্ছে। এমনকি ঢাকার বাইরেও যাচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে আমি সপরিবারে শশুড়বাড়ী যাচ্ছি; ভাবলাম কিছু যখন নিতেই হবে তখন গরমাগরম বাকড়খানিই নেই। যা ভাবা তাই কাজ, সিএনজি থেকে নেমে এই বাকড়খানি নিলাম অর্ধেকটা আর মিষ্টিটা নিলাম অর্ধেকটা।

বাসে উঠেছি। আমাদের পাশের সীটে বসেছে আমার বউয়ের এক পরিচিত ভাই। কথাচ্ছলে সে একটা প্লাস্টিকের বালতি দেখিয়ে বলল, এটা বোঝাই করে বাকড়খানি নিয়ে যাচ্ছি, বোনের জন্য।

আমি মনে মনে হাসলাম। আমার ট্রলি ব্যাগেও যে ইহা আছে তা অবশ্য বললাম না!

০১/০৪/২০১৫