ব্যাঙের জুস

সুকান্ত কুমার সাহা
Published : 16 May 2015, 04:41 PM
Updated : 16 May 2015, 04:41 PM

যারা মনে করেন উচ্চ-নিম্ন রক্তচাপে ভুগছেন? হাঁপানি ব্রংকাইটিসে জেরবার তাদের জন্য আমাদের পেরু–বলিভিয়ান ভাই বেরাদাররা এক মোক্ষম দাওয়াই নিয়ে এসেছে! একে অবশ্য দাওয়াই না বলে পথ্য বলাই ভাল! মানে হইলো একঢিলে দুই পাখি, খাওয়াও হইলো, অসুখও সারলো!


বানানো খুব সোজা- এই ধরেন চৌবাচ্চা থেকে পেরুর সেই সবুজ ব্যাঙটা বাম হাত দিয়ে ধরে ডান হাতে চাকু নিয়ে কাঁধ বরাবর চালিয়ে মাথাটাকে বিচ্ছিন্ন করে ফেললেন। তারপর এক টানে চামড়াটা ছিলে ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলুন! ওহ হ্যাঁ, ব্লেন্ডারে গাজর আর মধু দিতে ভুলবেন না কিন্তু। এতে স্বাদ বাড়বে!


নেন এবার আপনার জুস তৈরি; লম্বা গ্লাসে ঢেলে এবার এক চুমুকে খেয়ে নিন কাঁচা স্বাদ যুক্ত তরতাজা ব্যাঙের জুস!


আবার যারা ভাবছেন, পেরুভিয়ান ব্যাঙ কই পামু? তাদের জন্য বিকল্প আছে আমাদের দেশের ব্যাঙগুলো। চলমান মৌসুমও আপনার পক্ষেই আছে!

তো আর দেরি না করে হয়ে যাক, এক গ্লাস ব্যাঙের জুস!

ভাল থাকবে আপনার শরীর >>>

সতর্কতাঃ যারা মনে করেন; মানে আপনারা যারা বাসে উঠলে বমি করেন? তাদের জন্য ট্যাঁরে একটা পলিব্যাগ রাখার সতর্কতা জারি করা হলো!

১৬/০৫/২০১৫