বিশ্ব তাপমাত্রা বৃদ্ধি ও দুই সন্তান নীতি

সুকান্ত কুমার সাহা
Published : 13 Dec 2015, 08:21 PM
Updated : 13 Dec 2015, 08:21 PM

অনেক ঢাকঢোলের বাদ্য বাজিয়ে বিশ্ব জলবায়ু সম্মেলনটা হয়ে গেল। আমরা কি পেলাম আর পৃথিবীটা কি পেল সেটা খুব একটা বুঝতে পাড়লাম না। যদিও প্রতিশ্রুতি পেলাম, তাপমাত্রা ২ ডিগ্রীর বেশী বাড়বে না। মানে হচ্ছে, পৃথিবীর তাপমাত্রা ২ ডিগ্রি বাড়বে- সেটা বড়লোক দেশগুলো মেনে নিলো।

আমার একটা প্রশ্ন, এই ২ ডিগ্রীর কারণে আমরা কতটুকু ডুববো? কত মানুষ তাদের বসতবাটি হারাবে? কত প্রানী বিলুপ্ত হয়ে যাবে? খরার কবলে পড়ে কারা কারা না খেয়ে মারা যাবে?

ছোট্টজ্ঞানে যতটুকু জানি, আজ পর্যন্ত কোন দুর্ভিক্ষে কোন বড় লোক মারা যায়নি! যা গেছে সব গরীব মানুষের উপর দিয়ে। ধারণা করি, পৃথিবীর এই তাপমাত্রা বৃদ্ধির পুড়টাই আমাদের তথা এই গরীব দেশগুলোর উপর দিয়ে যাবে।

আচ্ছা আর একটা প্রশ্ন, এই যে পৃথিবীতে মানুষের সংখ্যা, তাদের নিত্যনতুন ভোগের উপকরণ, খাদ্যের চাহিদা ক্রমাগত বেড়েই চলছে। এর ফলে তাপমাত্রার ২ ডিগ্রীর নির্ধারিত মাত্রাটা কি ঠিক রাখা যাবে? তারচেয়ে কি ভাল হতো না, মানুষের বংশবৃদ্ধির হার নিয়ন্ত্রণ করতে পরিবার প্রতি 'দুই সন্তান' নীতিটাকে বিশ্বব্যাপী বাধ্যতামূলক করা?

১৩/১২/২০১৫