সুকান্ত কুমার সাহা
Published : 24 July 2016, 04:33 AM
Updated : 24 July 2016, 04:33 AM

বিশ্বের রাজনৈতিক আবহাওয়া ভাল যাচ্ছে না মোটেই, ক্রমেই গুমোট হচ্ছে পরিস্থিতি।

শোনা যাচ্ছে-

১) তুরস্কের প্রেসিডেন্ট ক্যু'র জন্য আমেরিকাকে প্রকাশ্যে দায়ী করছে।

২) প্রেসিডেন্ট এরদোয়ান সেনাসহ ৫০,০০০ হাজারেরও বেশী সরকারী কর্মচারীকে ছাটাই করেছে। যার মধ্যে আছে বর্তমান সেনাবাহিনীতে থাকা হাই অফিসিয়াল সেনার প্রায় ৩০% ।

৩) তুরস্কে থাকা ৯০ টা B61 GRAVITY NUCLEAR BOMB 'র নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে আমেরিকা ভীত। যা আছে সিরিয়া সীমান্ত থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে।

৪) এরদোয়ান নিজেও আবারও ক্যুর ভয়ে আছেন; রাজধানী ছেড়ে যাচ্ছেন না। জারি করেছেন ইমার্জেন্সি

৫) তুরস্কের ১৪ টা যুদ্ধ জাহাজ মিসিং বলা হচ্ছে। গ্রীসে চলে গেছে হেলিকপটার।

৬) আমেরিকা ও ন্যাটোর ফ্লিট ব্লাক-সী'তে ঘুরছে। এগোতে চাচ্ছে তুরস্কের দিকে।

৭) ট্রাম্প বলেছেন, ন্যাটোর কোন সদস্য দেশ আক্রান্ত হলে আমেরিকা তাকে বাঁচাবে না। অথচ ন্যাটোর মূল চুক্তিই হলো, এক সদস্য আক্রান্ত হলে সবাই আক্রান্ত হয়েছে বলে ধরে নেওয়া হবে। তুরস্ক হচ্ছে ন্যাটোর শক্তিশালী সদস্য।

৮) রাশিয়া তার নাগরিকদের তুরস্ক থেকে সরিয়ে নিচ্ছে।

৯) এই ক্যু'র খবর আরব রাজারা আগেই নাকি জানতো।

১০) সিরিয়ায় আমেরিকার আর লিবিয়ায় ফ্রান্সের সৈন্য মারা গেছে। অথচ তারা যে ওখানে আছে সেটা কেউই জানতো না!

এর মধ্যেই আমেরিকার রাষ্ট্রদূত ঢাকায় উপযাজক হয়ে বলেছেন, "তারা বাংলাদেশ দখল করতে চায় না!"

কেন রে বহিন, এসব কথা কেন বলেন? আমরা কি ক্ষতি করেছি আপনাদের? গ্যাসের খনি তো আগেই দিয়েছি, কয়দিন আগে মহেশখালীর এলএনজি'র ঠিকাটাও দিলাম? ও বুঝেছি, আমাদের রিজার্ভে নজর পড়েছে? অস্ত্র কিনতে হবে? তা কয় বিলিয়নের?

বোন রে, আপনাদের সাধু ভাষায় কথা বলতে শুনলেই ভয় লাগে!

ডর লাগে >>>