ফেসবুকে আপনার ভবিষ্যৎ

সুকান্ত কুমার সাহা
Published : 23 Nov 2016, 02:13 AM
Updated : 23 Nov 2016, 02:13 AM

খুব বেশী আর দেরী নাই যখন চাকুরীদাতারা তোমার সিভি'র বদলে ফেসবুক একাউন্ট দেখতে চাইবেন। এবং মিঃ জুকারবার্গ তোমার ফেবুর যাবতীয় তথ্য তাদের কাছে বিক্রি করবেন। এমনকি বিদেশের ভিসাও হবে ফেসবুকের এক্টিভিটি লগ দেখে! এমনকি বিদেশী বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা স্কলারশিপ হবে ফেবু দেখে।

তুমি কি জান তোমার প্রতিটি লাইক, শেয়ারের হিসেব তারা রাখেন? এমনকি তুমি যে পোস্টগুলো বেশি পড় বা যে ছবির দিকে বেশি চেয়ে থাকো তাও ফেসবুকের ডাটাবেজে জমা থাকে! ভাবছো ডিলিট করছি তো সব নাই হয়ে গেছে! জী না, ভাইজানেরা? তোমার প্রতিটি তথ্য, এমনকি তোমার ঘরে কী আছে তাও তেনারা জানেন এবং সময়মত তা তাদের ক্রেতাদের কাছে বিক্রি করবেন!

আর তুমি হবে তাদের পোল্ট্রি মুরগি! যতদিন ডিম পাড়বে ততদিন দাম থাকবে! যেই ডিম পাড়া বন্ধ করবে তখনই ঝাল ফ্রাই!

শুধু তাই না! আগামীতে বিয়ের আগে পাত্র-পাত্রীরা একে অপরের ফেসবুকের টাইমলাইন ও বন্ধু লিস্ট দেখবে। এমনকি বাড়ি ভাড়াও দেওয়া হবে ফেসবুক দেখে!

তাই বলছি কী, আগে থাকতেই সতর্ক হও!

বুঝেশুনে ইহা ব্যবহার করো!

নচেৎ >>>

২২/১১/২০১৬