থাইল্যান্ডের প্রেম ও সোনালু

সুকান্ত কুমার সাহা
Published : 3 May 2017, 03:23 PM
Updated : 3 May 2017, 03:23 PM

থাইল্যান্ডে এসে নতুন করে প্রেমে পড়লাম! গুরুদেব বলেছিলেন, প্রেমে পড়ার কোন বয়স নেই! আর এটাকেই বেদবাক্য ধরে নিয়ে আমার মত দুষ্টরা বার বার প্রেমে পড়ছে, আর সমানে ল্যাং খাচ্ছে! তারপরেও এরা থামে না! কারণ ওই একটাই? ওই যে গুরুদেব কইয়া গেছেন! তবে প্রেমবিষয়ক সবচেয়ে দামি কথাটা বলে গেছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু! তিনি বলেছিলেন, 'মেরেছো কলসির কানা তাই বলে কী প্রেম দেব না!'

বলেন তো এইডা কোন কথা হইলো? আর এরই সুযোগ তেনারা নিচ্ছেন! আমাদের বার বার কলসির কানা মেরেই যাচ্ছেন; মেরেই যাচ্ছেন! কোন থামা থামি নাই! তাদের বিশ্বাস, কলসির কানা মেরেছি তো কী হইছে? কানার নয়া ভার্সনে ঢেঁকি মারলেও প্রেম তো পামুই! ওটা তো খাড়ার উপরেই আছে! অতএব যত পার কানা মারো! প্রেম তো পামুই! এই বিশ্বাসে তেনার চলছেন, আর মারছেন!

যাউকগা- মাইরি বলছি। থাইল্যান্ডে নেমেই আমি প্রেমে পড়েছি! এত এত হলুদেরা দুলছে, উড়ছে, জ্বলছে সূর্যয়ের গনগনে আগুনে যে মনে হচ্ছে! মনে হচ্ছে…দূর ছাই! কিছু মনে আসছে না!

আহ! সোনালু!

০৩/০৫/২০১৭