প্রিয় বাংলাদেশ, তুমি কেন এমন হয়ে যাচ্ছ?

সুকান্ত কুমার সাহা
Published : 5 June 2017, 03:17 AM
Updated : 5 June 2017, 03:17 AM

গতকাল রাঙ্গামাটির লংগদুতে ঘটে গেছে এক ভয়াবহ ঘটনা। পত্রিকা সূত্রে জানলাম, 'যুবলীগের' এক কর্মীর খুনের রেশ ধরে সেখানে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে আদিবাসী জনগোষ্ঠী প্রায় আড়াইশ বাড়িঘর। লাশ নিয়ে মিছিল করার সুযোগ পেয়ে সেই অঞ্চলে বসবাসরত 'বাঙালী সেটেলার' মানুষজন। সকাল থেকে প্রশাসনের অনেকটা জানাশোনার মধ্যেই এই ঘটনাগুলো ঘটেছে। পাহাড়ের অনেক গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে।

সারা দুপুর আমি আমার কয়েকজন বন্ধুর ফেসবুকে আর্তনাদ শুনেছি। তারা 'বাঁচাও' 'বাঁচাও' বলে ফেসবুকে স্টাটাস দিচ্ছিল। ছাত্রজীবনে আমার কয়েকজন প্রিয় বন্ধু ছিল, তাদের ফোন দিলাম আর শুনলাম তাদের ভয়ার্ত কন্ঠ।

সেই একই কণ্ঠ, যা বাংলার হিন্দুরা শুনছে যুগ যুগ ধরে। যেমনটা শুনেছি- রামুতে, নাসিরাবাদে ও সাওতাল গ্রামে!

প্রিয় বাংলাদেশ, তুমি কেন এমন হয়ে যাচ্ছ?

তোমার প্রিয় সন্তানদের কান্না কী তুমি শুনতে পাও না!

০৩/০৬/২০১৭