রোহিঙ্গা সমস্যা: ভাল খবর নেই

সুকান্ত কুমার সাহা
Published : 13 Sept 2017, 07:41 PM
Updated : 13 Sept 2017, 07:41 PM

সত্যি বলতে কি ঘটনা এতদূর যাবে আমি ভাবতে পারিনি। রোহিঙ্গাদের উপর যে পরিমাণে অত্যাচার হচ্ছে তা এক কথায় আমাকে, আমাদের দেশে ঘটে যাওয়া মুক্তিযুদ্ধের সময়ের কথাই বারবার মনে করিয়ে দিচ্ছে। ইতিমধ্যেই বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলের প্রায় সব রোহিঙ্গাদের বের করে দিয়েছে ওরা। বাকী যারা আছে, তাদেরও বের করে দিচ্ছে। যতদূর আমি আমার চ্যানেলে জানতে পারছি, তা খুবই ভয়ের কথা- শুনছি যত রোহিঙ্গা আছে তাদের সবাইকে বের করে দিবে।

গত শুক্রবার আমাদের দেশে যে মিছিল মিটিং হয়েছে, তাতে যেসব 'বক্তৃতা' দেওয়া হয়েছে তা মায়ানমারের টিভিতে ব্যাপক প্রচার করা হচ্ছে! যার কারণে ইয়াঙ্গুনেও এখন সমস্যা দেখা দিয়েছে। ওখানে থাকা রোহিঙ্গা ও কর্ম-ব্যবসা সূত্রে যেসব বাংলাদেশি যারা আছেন, তাদের বলে দেওয়া হয়েছে মিয়ানমার ছাড়তে। হাতে পেয়েছে সাকুল্যে ৩ দিন সময়। ইতিমধ্যেই আমার চেনা বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানে পুলিশ হানা দিয়েছে। হয়ত চলে আসতে বলেছেও। সব খবর জানি না। আমার মনে হচ্ছে রোহিঙ্গা ইস্যু নিয়ে আমাদের দেশ একটা বড় ধরণের সমস্যার মধ্যে পরে গেছে। জানি না, আমরা ফাঁদে পরে গেলাম কিনা?

১২/০৯/২০১৭