বিনামূল্যে কালাজ্বরের চিকিৎসা সেবা পেতে জেনে নিন চিকিৎসা কেন্দ্রের নাম ও যোগাযোগের নাম্বার

সুমিত বণিক
Published : 5 May 2016, 08:43 PM
Updated : 5 May 2016, 08:43 PM

কালাজ্বর একটি অবহেলিত রোগ এবং জনস্বাস্থ্য সমস্যা । কালাজ্বর (Visceral leishmaniasis) লিশম্যানিয়া ডনোভানি (Lieshmania donovani) নামক এককোষী পরজীবী দ্বারা ঘটিত একটি রোগ। বাংলাদেশে কালাজ্বরের একমাত্র পোষক হলো মানুষ আর কালাজ্বরের একমাত্র বাহক স্ত্রী বেলেমাছির (female sandflies) কামড়ে কালাজ্বরের পরজীবী মানুষের দেহে প্রবেশ করে এবং কালাজ্বর রোগের সৃষ্টি করে। সাধারণত সামাজিকভাবে প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর মানুষ এই রোগে বেশি আক্রান্ত হয়।আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার আওতায় আনার মাধ্যমে সহজেই মৃত্যু ঝুঁকি রোধ করা যায়।

তবে ভয় নেই ! শুধুমাত্র একক মাত্রার একটি লাইপোসোমাল এমফোটেরিসিন-বি (AmBisome) ইনজেক্শন গ্রহণের মাধ্যমে হবে কালাজ্বর থেকে মুক্তি ।।

কালাজ্বরের রোগ নির্ণয় ও সম্পূর্ণ চিকিৎসা বিনামূল্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি হাসপাতালে পাওয়া যায়-

কালাজ্বর সনাক্তকরণ :

১। দুই (২) সপ্তাহের বেশী জ্বর

২। কালাজ্বর প্রবণ এলাকায় থাকা বা ভ্রমণের ইতিহাস

৩। প্লীহা বড় হয়ে পেট ফুলে যাওয়া

৪। অন্যান্য: ওজন কমে যাওয়া, রক্তস্বল্পতা, চামড়া কালো হয়ে যাওয়া

চামড়ার কালাজ্বর (পিকেডিএল) সনাক্তকরণ :

১. এটি সাধারণত কালাজ্বরের চিকিৎসা পরবর্তী অবস্থা।

২. এটি চিকিৎসা পরবর্তী ১ থেকে ১০ বৎসরের মধ্যে সাধারণত দেখা দেয়।

৩. এর ফলে চামড়ায় সাদা ছোপ ছোপ দাগ, ক্ষত, গুটি বা মিশ্র লক্ষণ দেখা দেয়, যা চুলকানিহীন এবং অবশ নয়

কালাজ্বর একটি নিরাময়যোগ্য রোগ। দ্রুত চিকিৎসা পারে কালাজ্বর থেকে মুক্তি দিতে। কাজেই উপরিউক্ত সমস্যা দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করুন।

………………………………..……………………………………………………

নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন এবং কালাজ্বর মুক্ত বাংলাদেশ গড়ুন ।

জাতীয় কালাজ্বর নির্মূল কর্মসূচী, রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা-এর অধীনে বাংলাদেশে কালাজ্বর নির্মূলে কালাজ্বরপ্রবণ এলাকায় বিভিন্ন কর্মসূচী পরিচালিত হচ্ছে, পাশাপাশি কালাজ্বর নির্মূল কর্মসূচী-এর হট লাইন-017877691372 নাম্বারেও কালাজ্বরের চিকিৎসা বা পরামর্শের জন্য প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।

জেনে নিন কালাজ্বরের চিকিৎসা কেন্দ্র সমূহের নাম ও যোগাযোগের নাম্বারসমূহ-

ক্র. নংচিকিৎসা কেন্দ্র যোগাযোগের নাম্বার
ময়মনসিংহ
ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স01730324521
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স01730324529
সূর্য্যকান্ত কালাজ্বর গবেষণা কেন্দ্র09165582
মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 01730324527
ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স01730324519
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স01730324523
টাঙ্গাইল
মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স01730324567
সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স01730324569
কালিহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স01730324565
১০নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স01730324568
১১ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স01730324563
জামালপুর
১২মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স01730324490
পাবনা
১৩বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স01730324690
১৪চাটমোহড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স01730324691
নোয়াগাঁও
১৫ মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স01730324672
রংপুর
১৬পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স01730324714
দিনাজপুর
১৭ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স01730324640
১৮পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স01730324645
রাজশাহী
১৯গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স01730324704
২০তানোড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স01730324708
খুলনা
২১তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স01730324601
কুষ্টিয়া
২২দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স01730324603
রাজবাড়ী
২৩পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স01730324550