কটিয়াদীতে ত্রিরত্ন মন্দিরে ৯ম বার্ষিক হরিনামযজ্ঞানুষ্ঠান

সুমিত বণিক
Published : 17 Dec 2016, 04:45 PM
Updated : 17 Dec 2016, 04:45 PM

কটিয়াদী উপজেলা সদরের পূর্বপাড়া গ্রামের ত্রিরত্ন মন্দির প্রাঙ্গণে সনাতনধর্মালম্বীদের প্রেমাবতার মহাপ্রভুর শ্বাশতবাণী শ্রীশ্রী হরিনাম সংকীর্তনের অমৃতবাণীতে উদ্বুদ্ধ হয়ে বিগত বছরগুলোর মতো এবারও সকল জীবের শান্তি ও কল্যাণ কামনায় ৯ম বার্ষিক ৪৮ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান চলছে।

গত ১১ ডিসেম্বর থেকে স্বাধ্যায়যজ্ঞের মাধ্যমে শুরু হয়ে আগামী ১৯ ডিসেম্বর উষালগ্নে নগর ভ্রমণ, দধি মঙ্গল ও মোহন্ত বিদায়ের মধ্য দিয়ে শেষ হবে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান। এ সময় যজ্ঞানুষ্ঠানের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক, রাজনৈতিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আজ ১৭ ডিসেম্বর সন্ধ্যায় অনুষ্ঠান আয়োজনে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সাংসদ এড. আলহ্বাজ মো. সোহরাব উদ্দিন। সাথে আরো উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, কটিয়াদী পৌরসভার মেয়র মো.শওকত উসমান (শুক্কুর আলী), উৎসব কমিটির প্রধান উপদেষ্টা ডা.জহরলাল সাহা প্রমুখ।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কটিয়াদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উৎসবের প্রধান ব্যবস্থাপক দিলিপ কুমার সাহা'র সঞ্চালনায় আগত ভক্তবৃন্দের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংসদ এড. আলহ্বাজ মো.সোহরাব উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে সকলকে ধনবাদ জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বর্তমান ক্ষমতাসীন সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গির কথা বিশেষভাবে তুলে ধরেন।

সুমিত বণিক

ফ্রিল্যান্স সাংবাদিক

(কটিয়াদী থেকে ফিরে)