যত্রতত্র বাংলা বানানের যথেচ্ছ ব্যবহার

সুমিত বণিক
Published : 19 Feb 2017, 01:09 AM
Updated : 19 Feb 2017, 01:09 AM

"দাম দিয়ে কিনেছি বাংলা/ কারো দানে পাওয়া নয়,
দাম দিয়েছি প্রাণ লক্ষ কোটি/ জানা আছে জগৎময়,
দাম দিয়ে কিনেছি বাংলা/ কারো দানে পাওয়া নয়।"

কিন্তু যারা রাজপথে বুকের তাজা রক্ত দিয়ে মায়ের ভাষার মর্যাদা রক্ষার জন্য প্রাণ দিয়েছিল, তাদের সেই মহান আত্মত্যাগকে ধরে রাখতে আমরা কতটুকু আন্তরিক? বাংলা বানানের প্রতি আমাদের মমত্ববোধ আমাদের ভাষাপ্রেমকেই প্রশ্নবিদ্ধ করে!

মিডিয়ার সুবাদে সম্প্রতি দেখতে পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এর আধুনিক ভাষা শিক্ষা ইন্সটিটিউটে বিদেশীদের মধ্যে বাংলা ভাষা শিক্ষার হার আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আমাদের মাঝেই রয়ে গেছে মমত্ববোধের অভাব, যার ফলশ্রুতিতেই বাংলা বানানের দৈন্যদশা।

ছবিটি ঢাকার খামারবাড়ি এলাকা থেকে তোলা।

সুমিত বণিক।
ঢাকা থেকে
sumitbanikktd.guc@gmail.com