ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়

সুমন দে
Published : 8 Jan 2017, 06:39 PM
Updated : 8 Jan 2017, 06:39 PM

কবি সুকান্ত ভট্টাচার্য্যের কবিতার একটি লাইন‍-

‌‌‌‍ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি।

মানুষ যখন ভাবছে মঙ্গল গ্রহে বাসস্থান করার। ২০১৮ সালে যখন বাংলাদেশের নিজস্ব বঙ্গবন্ধু স্যাটেলাইট উত্তোলন হবে। ঠিক সেই সময় অনাহারে খুটে খাওয়ার মানুষটিকে ক্যামেরার ভিউ পয়েন্টে বন্দি করলাম হাজার হাজার মানুষের ভিড়ে থেকে আড়ালে প্রকৃতি কন্যা জাফলং-এ।