এরবিলের সূর্যাস্ত – ২

সৈয়দ আশরাফ মহি-উদ্-দ্বীন
Published : 16 April 2017, 09:10 PM
Updated : 16 April 2017, 09:10 PM

এই বিশাল পৃথিবীর সবখানেই সূর্যের আকার, সৌন্দর্য, গঠন কিংবা রঙ একই রকম। পার্থক্য কেবল এর উদয় এবং অস্তের সৌন্দর্য্যের। আমার কাছে কুয়াকাটার সূর্যোদয় অথবা সূর্যাস্তের কোনো তুলনা নেই। তাই বলে এই দূর পরবাসে কর্মক্ষেত্রের বারান্দা থেকে সূর্যাস্তের অপরূপ শোভা দেখে আহ্লাদিত না হওয়ার কোনো কারণ নেই।