জল নিমগ্ন শিশু একাডেমি

সৈয়দ আনোয়ারুল হক
Published : 4 August 2017, 06:53 PM
Updated : 4 August 2017, 06:53 PM

আগস্টের ৩ তারিখ (২০১৭-১৮ শিক্ষাবর্ষের) শিশু একাডেমিতে আমার দুই শিশুর প্রথম গানের ক্লাস শুরু। ঠিক বিকাল ২টা ৩০ মিনিটে বাসা থেকে বের হয়ে যাই। গুড়িগুড়ি বৃষ্টি পড়ছিল এর পর আধা ঘন্টা মুষলধারে বৃষ্টি হল। গাড়ি থেকে গুলিস্তান নেমে দেখি রাস্তায় হাঁটুপানি। পুরো এলাকায় প্রচণ্ড জ্যাম। খুব কষ্ট করে দুই শিশুকে নিয়ে হেঁটেহেঁটে গেলাম একাডেমিতে। রিক্সায় উঠতে পারিনি, কারণ কোন রিক্সা অথবা গাড়ি চলে না যানজটের জন্য। ক্লাসে শিক্ষার্থীর উপস্থিতি ছিল অনেক কম। ক্লাস শেষে বের হয়ে দেখি এখনো যানজট লেগে আছে। আবার হাঁটুপানিতে হেঁটে গুলিস্তান।