সৈয়দ আনোয়ারুল হক
Published : 14 August 2017, 03:20 AM
Updated : 14 August 2017, 03:20 AM

গত ১০ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৩ টায় আমার দুই কন্যাকে নিয়ে শিশু একাডেমিতে গেলাম। ভিতরে ঢুকার সাথে সাথে শিশু ও অভিভাবকদের বিরাট একটা জটলা ও হৈ চৈ দেখতে পেলাম। একটু এগিয়ে দেখি জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল শিশুদের অটোগ্রাফ দিচ্ছে। একটা পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এসেছেন তিনি। আমার কন্যারাও দৌড়ে গেল অটোগ্রাফ নিতে। আর কি পারাপারি-হুড়াহুড়ি। আমি একটু দূরে দাঁড়িয়ে ছবি তুলছিলাম। শেষ পর্যন্ত ছোট মেয়ে সফল হল, কিন্তু বড় মেয়ে অটোগ্রাফ নিতে পারেনি।