ইংরেজি গ্রামার শেখার জন্য কিছু বাংলা ই-বুক বা বই: সবার কাজে লাগবে আশা করি

জিরো গ্রাভিটি
Published : 28 Feb 2012, 10:45 AM
Updated : 28 Feb 2012, 10:45 AM

ইংরেজি হল একটি আন্তর্জাতিক ভাষা। আমরা দৈনন্দিন জীবনে দু'একটা ইংরেজি বলেই থাকি। অনেকে আবার একে বাংলা ভাষার চেয়ে অধিক গুরুত্ব দেন। সে যাই হোক, কর্মক্ষেত্র থেকে শুরু করে জীবনের নানা পর্যায়ে ইংরেজি নামক অধ্যায়ের কিন্তু গুরুত্ব অপরিসীম। আজকাল ভাল ভাল চাকরির জন্য ইংরেজিতে চটপটা হওয়া অপরিহার্য। কিন্তু আমরা কজনই বা পারি সাবলীল ভাবে ইংলিশ বলতে বা লিখতে।ইংলিশ বলার সময় কিন্তু খুব একটা ভুল চোখে পরে না । কিন্তু লিখার সময় আমাদেরকে অবশ্যই গ্রামার মেনে বিশুদ্ধ ভাবে লিখতে হয়। এজন্য আমাদেরকে টেকনিক মেনে ইংলিশ গ্রামার শিখতে হবে……

আমাদের মাতৃভাষা বাংলা আর দ্বিতীয় ভাষা ইংরেজী তবে যেহেতু আমাদের মাতৃভাষা ইংরেজী না তাই ইংরেজী আমাদের জন্য অনেক কঠিন ।সামান্য কিছু মানুষ ইংরেজীটা ভালো ভাবে বুঝে আর আমার মতো যারা তারা মোটামুটি বুঝি আর আরেক অংশ আছে যারা ইংরেজী ভীতিতে ভীত , কিন্তু আমরা আমরা যতই ইংরেজীতে পাকনা হইনা কেন আমাদের ভুল ভ্রান্তি হবেই বানান ভুল হবে ব্যাকারণগত ভুল হবে এর বড় কারন আমরা খুব কম সময় ইংলিশ চর্চা করি।

নিচের বইগুলো শিক্ষার্থীদের ইংরেজি গ্রামার সম্পর্কে তাদের মনের কোনে লুকিয়ে থাকা গ্রামার সম্পর্কিত অনেক প্রশ্নের জবাব হাজির করবে। সম্পূর্ণ নতুন একটি ভঙ্গিতে রচনা করা এ বইগুলো খুব সহজ -সরলভাবে কিছু টেকনিক , নিয়ম ও উদাহরণ মাধ্যমে ইংরেজি গ্রামার বিষয়টিকে ই-বুকের মাধ্যমে টিউনারদের কাছে উপস্থাপন করলাম…… । আর এই বইগুলো আমারমত যারা শ্রেণীকক্ষের গন্ডি পেরিয়ে গেছেন অথচ প্রতিনিয়ত বিব্রত হন গ্রামারের টুকিটাকি সমস্যা নিয়ে, তাদের জন্যও বইগুলো যথেষ্ট সহযোগিতা দেবে। ইংরেজি শিক্ষার ক্ষেত্রে আমাদের ভার্চুয়াল জগতের ব্লগার দৈনন্দিন সমস্যা সমাধানের একটি কার্যকর উপকরণ হিসেবে বইগুলো কাজে লাগবে বলেই আমার বিশ্বাস।
আপনার কাজে না লাগলেও…. আপনার বন্ধু অথবা ছোট ভাইয়ের ১০০% কাজে লাগবে…!

ইংরেজি গ্রামার ( English Grammar)সম্পর্কে ভাল ভাবে জানার জন্য নিচের বাংলা বই গুলো কিছু মেগাবাইট খরচ করে নামিয়ে ফেলুন …।আর দেখুন কি কাজের বই দিলাম.।
এই বই গুলো -ইউনিকোড টেক্সট ফরম্যাটে(স্ক্যান করা না) যা খুব সহজে Mobile ও Computer পড়তে পারবেন………

Uses of Articles.pdf
Download link: http://www.mediafire.com/?inq8ailmdfir61d

Analogy (English grammar).pdf
Download link: http://www.mediafire.com/?tr2w21xjxdb3d6p

Subject Verb Agreement.pdf
Download link: http://www.mediafire.com/?ux3c8a3na2ck3u0

Tag Questions.pdf
Download link: http://www.mediafire.com/?imix4n4veeixxa9

Tense & Translation.pdf
Download link: http://www.mediafire.com/?clrswb28ay9ypel

Idioms and Phrases.pdf

Download link: http://www.mediafire.com/?z58lo3hhpeg908y

Parts Of Speech.pdf
Download link: http://www.mediafire.com/?5k2yel1g5kvh68z

Noun.pdf
Download link: http://www.mediafire.com/?obo9ga9y8js9c59

Countable and uncountable noun.pdf

Download link: http://www.mediafire.com/?ddyb6ukvhs4uulz

group verbs.pdf
Download link: http://www.mediafire.com/?4ry3thvltt4sm5q

Adverb.pdf

Download link: http://www.mediafire.com/?e1dq5uoc353z5cf

Preposition And Conjunction.pdf
Download link: http://www.mediafire.com/?xcwkw08ugmcz89w

Appropriate Preposition.pdf

Download link: http://www.mediafire.com/?0ds5wb8oe22xiyk

For Self Practice.pdf
Download link: http://www.mediafire.com/?ax98nld7v2or2v1

Vocabulary.pdf
Download link: http://www.mediafire.com/?g9a1mcxaq85n7z7

যা আপনাদের ডিজিটাল জীবন কে আরও সহজ করে দিবে আশা করি। আমার পরিশ্রম আপনাদের বিন্দুমাত্র কাজে লাগলেও আমি স্বার্থক।