জীবনের ক্ষুদ্র অংশ যখন জীবনকেই ছাপিয়ে যায়

তানজিলা জেরিন
Published : 16 June 2017, 07:05 AM
Updated : 16 June 2017, 07:05 AM

মানুষের জীবনে বিনোদনের প্রয়োজন থাকলেও সেটাই কি মূলজীবন? বিনোদন ছাড়া কি জীবন বৃথা হয়ে যায়?খেলা মানুষকে বিনোদন দেয়,আর এই খেলার একটি অংশ ক্রিকেট…এই ক্রিকেটিয় আবেগে টালমাটাল নীল-সাদার ভার্চুয়াল পাতা,আবেগের জলোচ্ছ্বাসে ভেসে যাচ্ছে আমজনতা। মানুষ আর মানুষ নেই।আছে মনুষ্যত্ব ও বিবেকহীন আবেগে টইটুম্বুর মানুষের খোলস। মৃত্যুর আর্তনাদও এই আবেগের কাছে বড়ই তুচ্ছ।পার্বত্য ৩ জেলার মৃত্যু-যন্ত্রণার চিৎকার এই মানুষের খোলশগুলোর ভেতর প্রতিধ্বনি হয়ে ফিরে আসে কিন্তু কোন স্থান করে নিতে পারে না। দেড়শতাধিক মানুষের কাদামাটি মাখা লাশ সামনে নিয়েও খেলার আনন্দে উদ্বেল হয় এই মানুষরুপি খোলসগুলো….বিভৎস মৃত্যু তাদের মনে দাগ কাটে না। অবশ্য দাগ কাটার মতো কোন জায়গা কি অবশিষ্ট আছে এখনো!

মানুষের জীবনের চাওয়া পাওয়া ছাপিয়ে খেলাই মুখ্য হয়ে উঠেছে। মানুষের খোলসগুলোর ভেতর কখনো আবেগে ভাটা পরবে কি! যেখানে মনের নরম কাদামাটিতে অঙ্কুরিত হবে মনুষ্যত্ব ও বিবেকবোধের চারাগাছ?