ফেসবুক ব্যানার ‘ভরসা রাখুন নৌকায়’ ও কিছু কথা

তানভীর আলম
Published : 21 May 2017, 06:41 PM
Updated : 21 May 2017, 06:41 PM

প্রোফাইল ছবিতে 'ভরসা রাখুন নৌকায়' ব্যানারটি যখন জনপ্রিয় হয়ে উঠল, তখনি এর বিপরীতে যথারীতি জামাতিরা ধর্মকে দাঁড় করিয়ে দিয়ে নতুন ব্যানার বানাল 'ভরসা রাখুন আল্লাহর উপর'!

নৌকার ব্যানারটির কথার অর্থ এই নই যে আপনি নৌকার উপর ঈমান আনলেন। কথাটির অর্থ এই যে নৌকা প্রতীক-মার্কা বহনকারী দলটি বাঙালি জাতির মুক্তির মূলমন্ত্রে দীক্ষিত হয়ে গণতান্ত্রিকভাবে জন্ম নেয়া উপমহাদেশের ঐতিহ্যবাহী বৃহৎ রাজনৈতিক দল 'বাংলাদেশ আওয়ামী লীগ' এর উপর আস্থা রেখে এ দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে 'নৌকা' মার্কায় আপনার মূল্যবান ভোট দিয়ে ও সহযোগিতা করে পাশে থাকুন।

যারা রাজনৈতিক ভাষার অন্তর্নিহিত এই ছোট্ট কথাটি ধর্মের সাথে মিলিয়ে নিজেকে ধর্মভীরু মনে করে জামাতিদের এই ব্যানারটি নিজেদের প্রোফাইল পিকে ব্যাবহার করছেন, তারা ভাববেন না ফেসবুকের এই প্রোফাইল পিক আপনাকে বেহেশতের দরজা খুলে দিবে! বরঞ্চ জামাতিরা ওদের রাজনৈতিক স্বার্থ হাসিল করে দাঁত কেলাবে।

আমরা মুসলমানদের ঈমান আশা করি এত দুর্বল হয়ে যায় নাই যে, মার্ক জাকারবার্গের তৈরি করা ফেসবুকের প্রোফাইল পিকে জানান দিতে হবে আমাদের ভরসা আল্লাহর উপর।

সবার শুভবুদ্ধির উদয় হোক। জয় বাংলা।