জয় উদযাপন করুন কিন্তু দেশকে ছোট করবেন না প্লিজ!

তানজির খান
Published : 22 June 2015, 10:51 AM
Updated : 22 June 2015, 10:51 AM

আমরা বাংলাদেশি আমরা জানি কিভাবে জয় উদযাপন করতে হয়। আমরা হেরে যাবার শংকায় প্রতিপক্ষকে ধাক্কা দেই না। আমরা যখন টেস্ট ক্রিকেটে একদম শিশু সে সময় আমরা একটা বড় জয়ের খুব কাছাকাছি ছিলাম তখনও আমরা ক্রিকেটের ভদ্রতা ধারণ করে প্রতিপক্ষকে ঔদার্য দেখিয়ে আনইউজুয়াল বা অসচরাচর ভাবে আউট করি নাই। আমরা আমাদেরকে নিয়ে গর্বিত কারন আমরা মানুষকে সন্মান করতে জানি।সুধির গৌতম ইন্ডিয়ান সমর্থক, সে তার সারা শরীরে তার দেশের পতাকা একে নিজ দলকে সমর্থন করে।তাকে কিছু অতি উৎসাহী আক্রমণ করেছে ইন্ডিয়ার পরাজয়ের পর। যারা আক্রমণ করেছে তারা কিন্তু আমাদের ভাল চায় না। এ ঘটনা আন্তর্জাতিকভাবে আমাদেরকে ছোট করবে, বাঙালির অতিথিপরায়ণ ভাবমূর্তি বিনষ্ট করবে। এর দ্রুত বিচার হওয়া দরকার। আমাদেরও এমন দুই জন সমর্থক আছে। এইতো সেদিনও বিশ্বকাপের আগে আমাদের পাগলপারা টাইগার সমর্থক শোয়েবের জন্য আবেগে আপ্লুত হয়ে সবাই সাহায্য করতে চাইলাম যাতে সে বিশ্বকাপে গিয়ে বাংলাদেশ দলকে সমর্থন করতে পারে। তারা যদি অন্যদেশে যেয়ে এমন ঘটনার শিকাড় হয় তাহলে আমরা সেই দেশকে কত ছোট ভাববো? সবাইকে অনুরোধ এই জয় উদযাপন করুন কিন্তু দেশকে ছোট করবেন না।

অতি উৎসাহী হয়ে সুধির গৌতমকে আক্রমণ করে যারা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা করেছে তাদেরকে ধিক্কার জানাই। আমরা পৃথিবীর কাছে অনন্য আমাদের আতিথিয়তায় আর ভালবাসায়। আমরা খেলায়,জ্ঞানে,কর্মে আর ভালবাসায় পৃথিবীর সবাইকে হারাতে চাই, হীনতায় নয়।

লেখকঃ তানজির খান
কবি,ব্লগার ও উচ্চ শিক্ষিত বেকার
tanzirrgreat@gmail.com