আসুন বাংলায় ফ্রি ভিডিও টিউটোরিয়াল দেখে প্রফেশনাল কোর্স করি

তিতাস সরকার
Published : 24 Dec 2016, 01:52 AM
Updated : 24 Dec 2016, 01:52 AM

আইটিতে/নেটওয়ার্কিং এ ক্যারিয়ার করার জন্য বিভিন্ন ধরনের প্রফেশনাল কোর্স করার প্রয়োজন হয়। যেমন- মাইক্রোসফট এক্সেল, সিসিএনএ, উইন্ডোজ সার্ভার, লিনাক্স, মাইক্রোটিক, ভার্চুয়ালাইজেশন, সিকিউরিটি ইত্যাদি। এই কোর্সগুলো করার জন্য মোটামুটি ভাল টাকার প্রয়োজন। তাছাড়া ঢাকার বাইরে এই কোর্সগুলো করার মত ট্রেনিং সেন্টারও খুবেই কম। তাই আমরা প্ল্যান করি এই কোর্সগুলোর বাংলায় ভিডিও টিউটোরিয়াল তৈরি করে অনলাইনে পাবলিশ করে দেই। ফলে সবাই যেকোন স্থান থেকে এই কোর্সগুলো করতে পারবে। তাই আমরা এই কোর্সগুলোর ভিডিও টিউটোরিয়াল তৈরি করে ইউটিউবে পাবলিশ করা শুরু করি।

এছাড়াও প্রোগ্রামিং এর জন্য জাভা টিউটোরিয়াল এবং ওয়েবসাইট ডেভলপ করার জন্য ওয়ার্ডপ্রেস এর টিউটোরিয়ালও রয়েছে। সবচেয়ে মজার বিষয় হলো, সফট স্কীল ডেভলপ করার জন্য আইএলটিএস এর টিউটোরিয়ালও রয়েছে। আমাদের এই টিউটোরিয়ালগুলো দেখার জন্য আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে হবে। ইউটিউব চ্যানেলটি লিংক হলো-